Smartwatch: ধরুন আপনার ঘড়ি দিয়েই যদি হয়ে যায় ফোনের কাজ, তাহলে কেমন হয়? সম্প্রতি Fire-Boltt সংস্থা ভারতে লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টওয়াচের মডেল 'wristphone'। আসলে এই স্মার্টওয়াচের নাম Fire-Boltt Dream, এখানে রয়েছে অ্যান্ড্রয়েড (Android) সাপোর্ট। এছাড়াও রয়েছে 4G LTE কানেক্টিভিটি। Fire-Boltt সংস্থার দাবি তাদের নতুন Fire-Boltt Dream wristphone- এ একটি সাধারণ স্মার্টফোনের (Smartphones) যাবতীয় ফিচার রয়েছে। এই স্মার্টওয়াচের সাহায্যেই ফোন করতে পারবেন ইউজাররা। এছাড়াও ফোন এলে তা ধরতে পারবেন। আর এইসব পরিষেবা পাওয়ার জন্য স্মার্টওয়াচের সঙ্গে কোনও স্মার্টফোন সংযুক্ত থাকার প্রয়োজন নেই। বিভিন্ন ওটিটি (OTT) মাধ্যমের অ্যাকসেসও পাওয়া যাবে এই স্মার্টওয়াচের মধ্যেই। এছাড়াও এই ডিভাইসের মধ্যে গুগল প্লে স্টোরের (Google Play Store) সাহায্যে একাধিক অ্যাপের (Apps) নাগাল পাবেন ইউজাররা। বিভিন্ন ধরনের হেলথ অ্যান্ড ফিটনেস ট্র্যাকিং ফিচার (Health and Fitness Trackig Features) রয়েছে Fire-Boltt Dream - এই স্মার্টওয়াচে। একবার পুরো চার্জ দেওয়ার পর নাগাড়ে ব্যবহার করলেও এই স্মার্টওয়াচের ব্যাটারিতে ৪ ঘণ্টা পর্যন্ত চার্জ বজায় থাকবে।
ভারতে Fire-Boltt Dream স্মার্টওয়াচের দাম কত, কোথা কিনতে পারবেন, কী কী রঙের স্ট্র্যাপ ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে
১২টি আলাদা আলাদা স্ট্র্যাপের রঙ পাবেন Fire-Boltt Dream স্মার্টওয়াচে। ভারতে এই ডিভাইসের দাম শুরু হচ্ছে ৫৯৯৯ টাকা থেকে। এই দামে Aqua Surge, Cherry Hug, Coral Breeze, Forest Fringe, Fusion Flicker, Shadow Glide - এই ছয়টি রঙের স্ট্র্যাপ পাওয়া যাবে।
Cocoa Couture এবং Midnight Grace - এই দুই লেদার স্ট্র্যাপ সমেতও পাওয়া যাবে Fire-Boltt Dream, এর দাম ৬২৯৯ টাকা। এছাড়াও রয়েছে Irish Glam, Midnight Steel এবং Sky Sizzle metallic - এই স্ট্র্যাপ অপশনগুলি। এখানে পাওয়া যাবে ৬৪৯৯ টাকা।
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, Fire-Boltt সংস্থার ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
এই স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক একনজরে
- এই রিস্ট ফোনে রয়েছে ২.০২ ইঞ্চির স্ক্রিন যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই স্মার্টওয়াচে রয়েছে একটি quad-core Arm Cortex-A7 MP চিপসেট। এর সঙ্গে ২ জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ আউট অফ দ্য বক্সের সাপোর্ট।
- এই স্মার্টওয়াচে 4G LTE কানেক্টিভিটি পাওয়া যাবে ন্যানো সিমের মাধ্যমে। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস সাপোর্ট। এই স্মার্টওয়াচে গুগল প্লে স্টোরের মাধ্যমে আপনি জিমেল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, জোম্যাটো, স্পটিফাই, মিন্ত্রা, বাম্বল- এইসব অ্যাপ্লের অ্যাকসেস পাবেন। এছাড়াও সাবওয়ে সার্ফার্স, টেম্পল রান, ক্যান্ডি ক্রাশের মতো গেম খেলা যাবে।
- ওটিটি মাধ্যম হিসেবে এই স্মার্টওয়ায়চে জিও সিনেমা, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিওর অ্যাকসেস পাওয়া যাবে। হার্ট রেট এবং SpO2 ও ক্যালোরি মনিটর থাকছে এই স্মার্টওয়াচে।
- এই স্মার্টওয়াচে রয়েছে ৮০০ এমএএইচ ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ৩৬ ঘণ্টার স্ট্যান্ডবাই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট স্মার্টওয়াচ।
আরও পড়ুন- ২০ হাজার টাকার কমেই পাবেন পোকোর নতুন ফোন, ভারতে হাজির পোকো এক্স৬ সিরিজ