Smart Watch: ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ Fire-Boltt Hulk। একাধিক আধুনিক ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। সেই তালিকায় রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এই স্মার্টওয়াচে ১.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। আর রয়েছে ইনবিল্ট ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচারের সাপোর্ট। Fire-Boltt Hulk স্মার্টওয়াচে রয়েছে ১০০-র বেশি স্পোর্টস মোডের সুবিধা। এছাড়াও রয়েছে একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার। এর মধ্যে হার্ট রেট ট্র্যাকিং ফিচার, SpO2 মনিটরিং ফিচার, স্লিপ মনিটরিং ফিচার রয়েছে। স্মার্ট নোটিফিকেশন এবং স্মার্ট রিমাইন্ডার ফিচারের সাপোর্টও রয়েছে Fire-Boltt Hulk স্মার্টওয়াচে। একাধিক ওয়াচ ফেস যুক্ত এই স্মার্টওয়াচ একটি IP67 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ।


ভারতে Fire-Boltt Hulk স্মার্টওয়াচের দাম


ভারতে এই স্মার্টওয়াচের দাম ৩৪৯৯ টাকা। কালো, নীল, গোল্ড পিঙ্ক এবং সিলভার গ্রে- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Fire-Boltt Hulk স্মার্টওয়াচ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। একাধিক আধুনিক ও উন্নত ফিচার রয়েছে Fire-Boltt Hulk স্মার্টওয়াচে।


Fire-Boltt Hulk স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই স্মার্টওয়াচে একটি ১.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। একাধিক ওয়াচ ফেস এবং ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও এখানে রয়েছে ব্লুটুথ ভি৩ ফিচারের সাপোর্ট।

  • এই স্মার্টওয়াচে ইনবিল্ট ভয়েস অ্যাসিসট্যান্টের পাশাপাশি রয়েছে একটি মাইক এবং একটি স্পিকার। ১০০টি স্পোর্টস মোডের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। অ্যারোবিকস, সাইক্লিং, রানিং, স্কিইং, সুইমিং, ওয়াকিং এবং অন্যান্য ফিচারের সাপোর্ট রয়েছে।

  • Fire-Boltt Hulk স্মার্টওয়াচে একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার রয়েছে। সেই তালিকায় হার্ট রেট ট্র্যাকিং, SpO2 মনিটরিং এবং স্লিপ মনিটরিং ফিচার রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন স্মার্ট ফিচার যেমন- ক্যামেরা কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল, স্মার্ট নোটিফিকেশন (কল ও মেসেজ)- এইসব ফিচারের সাপোর্ট রয়েছে।

  • বিভিন্ন স্মার্ট রিমাইন্ডার ফিচার যেমন- ড্রিঙ্ক ওয়াটার, সেডেন্টারি রিমাইন্ডার এইসব রয়েছে Fire-Boltt Hulk স্মার্টওয়াচে। একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ৬ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে (নরমাল মোডে)। এর পাশাপাশি ১৫ দিন স্ট্যান্ডবাই টাইম থাকবে বলে জানা গিয়েছে। এই স্মার্টওয়াচ একটি IP67 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় এই স্মার্টওয়াচ নষ্ট হবে না।


আরও পড়ুন- ভারতে ২০০০ টাকার কমে কোন কোন স্মার্টওয়াচ কিনতে পারবেন? রইল তালিকা