দুবাই: মাঠে স্পোর্টসম্যান স্পিরিটের এর আগেও অনেক উদাহরণ দেখা গিয়েছে। এবার আরও একবার। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে তেমনই নিদর্শন রাখলেন পাকিস্তানের ব্যাটার ফখর জামান। প্রতিপক্ষ ভারত। এশিয়া কাপের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মঞ্চ। সেখানেই সততার প্রতীক হয়ে উঠলেন এই ব্য়াটার।


আম্পায়ারের সিদ্ধান্তের আগেই মাঠ ছাড়লেন ফখর


এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬ বলে ১০ রান করে খেলছিলেন ফখর জামান। পাওয়ার প্লে-র শেষ ওভারের খেলা চলছিল। আবেশ খানের বলে সেই সময় বাউন্সার সামলাতে না পেরে ব্যাট ছুঁইয়ে দেন ফখর। বল কার্তিকের তালুবন্দি হতেই ভারতীয় প্লেয়াররা সবাই মিলে আউটের জন্য আবেদন করতে থাকেন। সেই সময় আম্পায়ার আঙুল তোলার আগেই প্যাভিলিয়নের পথে হাঁটা দেন ফখর। যা দেখার পরই ২ দেশের ক্রিকেট সমর্থক থেকে শুরু করে সোশাল মিডিয়া জুড়ে সবাই ফখরের  স্পোর্টসম্যানশিপের প্রশংসা করতে থাকেন।


 






শর্ট বলে কুপোকাত 


এদিন প্রথম থেকেই শার্ট বলের বিরুদ্ধে শট খেলতে গিয়ে বারবার বিপাকে পড়লেন পাক ব্য়াটাররা। ডান কাঁধের দিকে একবারে সঠিক বাউন্সারে পুল মারতে গিয়েই ১০ রানে ফিরতে হল বাবারকে। ফখর জামান আবার পুল নয়, বরং কাট মারতে গিয়ে ফেরেন। অফস্টাম্পের বাইরে আবেশ খানের শর্ট বলের বিরুদ্ধে কাট করতে গিয়েই বলে হালকা খোঁচা দেন ফখর। দীনেশ কার্তিক তা উইকেটের পিছনে দস্তানাবদ্ধ করেন। আম্পায়ার প্রথমে ফখরকে আউট না দিলেও, দারুণ খেলোয়াড়ি মনোভাবের পরিচয় দিয়ে ফখর নিজেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। ১০ রানেই শেষ হয় তাঁর ইনিংস। তবে ফখরের ইনিংস শেষ হলেও, শর্ট বলের বিরুদ্ধে পাকিস্তানের সমস্যা কিন্তু শেষ হয়নি।


আরও পড়ুন: বল হাতে হার্দিক-ভুবনেশ্বরের দাপট, ১৪৭ রানেই শেষ পাকিস্তান