Smartwatch: যদি আপনি ২০০০ টাকার কমে কোনও স্মার্টওয়াচ (Smartwatch) কিনতে যান তাহলে সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Fire Boltt- এর নতুন স্মার্টওয়াচ। এবার ভারতে লঞ্চ হয়েছে Fire Boltt Ninja Call Pro Plus। এই স্মার্টওয়াচে রয়েছে বড় সাইজের ডিসপ্লে। এছাড়াও রয়েছে ব্লুটুথ কলিং ফিচার (Bluetooth Calling Feature)। এত কিছু আধুনিক ও উন্নত ফিচার থাকার পরেও Fire Boltt Ninja Call Pro Plus স্মার্টওয়াচের দাম ভারতে ২০০০ টাকার কম। এই স্মার্টওয়াচে রয়েছে কুইক অ্যাকসেস ডায়াল প্যাড। ডাইরেক্ট ডায়ালিং এবং কল হিস্ট্রি ও Sync Contacts দেখার জন্য এই ফিচার রয়েছে Fire Boltt Ninja Call Pro Plus স্মার্টওয়াচের ডায়ালে। HD ডিসপ্লে রয়েছে এই নতুন স্মার্টওয়াচে।
ভারতে Fire Boltt Ninja Call Pro Plus স্মার্টওয়াচের দাম এবং উপলব্ধতা
এই নতুন স্মার্টওয়াচ দেশে লঞ্চ হয়েছে ১৯৯৯ টাকায়। কালো, নীল, ধূসর, গোলাপি এবং কালো রঙে ভারতে লঞ্চ হয়েছে Fire Boltt Ninja Call Pro Plus স্মার্টওয়াচ। জানা গিয়েছে, এই স্মার্টওয়াচ কেনা যাবে অ্যামাজন এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- Fire Boltt Ninja Call Pro Plus স্মার্টওয়াচে রয়েছে ১.৮৩ ইঞ্চির এইচডি ডিসপ্লে। একাধিক ওয়াচ ফেসের সুবিধাও থাকছে। পছন্দমতো ওয়াচ ফেস বেছে নিতে পারবেন ইউজাররা।
- এই স্মার্টওয়াচ আপনার স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকলে এর মাধ্যমেই মিউজিক কন্ট্রোল করতে পারবেন ইউজাররা। ফোনে আসা বিভিন্ন ফোনকল রিসিভ করতেও পারবেন তাঁরা।
- বিশেষ করে ওয়ার্ক আউট করার সময় বা গাড়ি চালানোর সময় এই ফিচার ইউজারকে ব্যাপকভাবে সাহায্য করবে।
- ১০০-র বেশি স্পোর্টস মোড রয়েছে Fire Boltt Ninja Call Pro Plus স্মার্টওয়াচে। সেই তালিকায় রয়েছে running, cycling, swimming ও আরও অনেক কিছু। স্বাস্থ্য সচেতন হয়ে আপনি কতটা উন্নতির দিকে এগিয়েছেন তার প্রতিটি পদক্ষেপ এই স্মার্টওয়াচের সাহায্যে পরিমাপ করা সম্ভব হবে।
- এই স্মার্টওয়াচে অনেক হেলথ ফিচারও রয়েছে। হার্ট রেট, SpO2, মহিলাদের স্বাস্থ্য, ইউজারের নিঃশ্বাস-প্রশ্বাসের বিষয় সবটাই এই স্মার্টওয়াচের সাহায্যে নখদর্পণে রাখা সম্ভব হবে। যাঁরা অত্যন্ত স্বাস্থ্য সচতন তাঁদের জন্য এই স্মার্টওয়াচ একেবারে আদর্শ।
- Fire Boltt Ninja Call Pro Plus স্মার্টওয়াচে রয়েছে ইনবিল্ট গেমস। এর সাহায্যে ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল সম্ভব। এমনকি ইউজারকে জল খাওয়ার জন্য রিমাইন্ডারও পাঠাবে এই স্মার্টওয়াচ।
Amazfit Pop 2
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে আরও একটি স্মার্টওয়াচ Amazfit Pop 2। ইতিমধ্যেই এই স্মার্টওয়াচের বিক্রিও শুরু হয়েছে দেশে। ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে এই স্মার্টওয়াচ। ফ্লিপকার্টের পাশাপাশি কেনা যাবে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকেও। ৩৯৯৯ টাকা আসল দাম Amazfit Pop 2 স্মার্টওয়াচের। তবে এখন কেনা যাচ্ছে কিছুটা কম দামে। বর্তমানে দেশে Amazfit Pop 2 স্মার্টওয়াচ কেনা যাচ্ছে ৩২৯৯ টাকায়। অর্থাৎ ৭০০ টাকা দাম কমেছে এই স্মার্টওয়াচের। এই ডিভাইসে রয়েছে ১.৭৮ ইঞ্চির HD AMOLED 2.5D curved ডিসপ্লে। ১০০-র বেশি স্পোর্টস মোড রয়েছে Amazfit Pop 2 স্মার্টওয়াচে। always-on ডিসপ্লে ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে 'কল হিস্ট্রি' দেখার জন্য আসছে নতুন ট্যাব