Whatsapp Features: চলতি বছর হোয়াটসঅ্যাপে (Whatsapp) একগুচ্ছ ফিচার লঞ্চ হয়েছে। টেলিগ্রাম (Telegram) এবং সিগন্যাল (Signal) অ্যাপের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য এবং ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। কিন্তু তারপরেও বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো এখনও হোয়াটসঅ্যাপে চালু হয়নি। অনুমান, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এইসব ফিচার দ্রুত লঞ্চ করবে। একনজরে দেখে নেওয়া যাক কী কী ফিচার আগামী বছর হোয়াটসঅ্যাপে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। নীচের তালিকায় মোট ৫টি ফিচারের কথা বলা হচ্ছে, যেগুলো হোয়াটসঅ্যাপে আগামী বছর লঞ্চ করা উচিত।
মেসেজ শিডিউলিং- হোয়াটসঅ্যাপ ইউজাররা মেসেজ শিডিউল করে রাখার কোনও অপশন পান না। এই ফিচার চালু হলে তা ইউজারদের জন্য বেশ উপকারি হবে। বিশেষ করে যাঁরা কর্মক্ষেত্রের জরুরি দরকারে ভীষণ ভাবে হ্যাটসঅ্যাপ ব্যবজার করেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয় হবে এই ফিচার।
এডিট মেসেজ- ট্যুইটারে মেসেজ অর্থাৎ ট্যুইট এডিট করার অপশন থাকলেও হোয়াটসঅ্যাপে এখনও মেসেজ এডিট করার অপশন চালু হয়নি। অর্থাৎ একবার মেসেজ পাঠালে তা আর ডিলিট করা যায় না। তার ফলে তাইপিংয়ে ভুল হলে বা অন্য কোনও ভুল থাকলে নতুন করে মেসেজ পাঠাতে হয় হোয়াটসঅ্যাপে।
মেসেজ আনসেন্ড- কোনও মেসেজ পাঠানোর পর বা পাঠানোর সময় তা আনসেন্ড করার কোনও অপশন হোয়াটসঅ্যাপে নেই। এক্ষেত্রে ইউজার চাইলে মেসেজ ডিলিট করতে পারেন। মেসেজ ডিলিট করলে 'ডিলিট ফর মি', 'ডিলিট ফর এভরিওয়ান' ফিচার পাবেন ইউজাররা। তাই হোয়াটসঅ্যাপে এই ফিচারও দ্রুত লঞ্চ হওয়া প্রয়োজন বলে মনে করছেন ইউজারদের অনেকেই।
ভ্যানিশ মোড- ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে ভ্যানিশ মোড থাকলেও মেটা অধিকৃত অ্যাপ হোয়াটসঅ্যাপে এই ফিচার নেই। এই ফিচারের সুবিধা হল ইউজাররা সাময়িক ভাবে কোনও চ্যাটে যুক্ত হতে পারেন। কথোপকথন শেষ হয়ে গেলে ওই চ্যাট উধাও হয়ে যায়। অনেকসময় বিভিন্ন সেনসিটিভ বার্তা এই ভ্যানিশ মোডের সাহায্যে প্রকাশ করা হয়। তাই হোয়াটসঅ্যাপে অবিলম্বে এই ফিচার লঞ্চের দাবি জানিয়েছেন ইউজাররা।
কল রেকর্ডিং- হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কলের পরিষেবা থাকলেও সেই কল রেকর্ড করার সুবিধা নেই। এই ফিচার চালু করার দাবিও অনেকদিন ধরেই জানিয়েছেন ইউজাররা। অনুমান আগামী বছর এই ফিচার হোয়াটসঅ্যাপে চালু হতে পারে।
আরও পড়ুন- ভারতে দ্রুত গ্যালাক্সি এম১৪ এবং গ্যালাক্সি এফ১৪- এই দুই ৫জি ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং