Flipkart Big Billion Days Sale 2022: ২৩ সেপ্টেম্বর ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ (Flipkart Big Billion Days Sale 2022) সেল শুরু হতে চলেছে। ২০২২ সালে ফ্লিপকার্টের (Flipkart) আসন্ন এই সেলে একগুচ্ছ ফোন পাওয়া যাবে তার আসল দামের থেকে অনেকটা কমে। এর মধ্যে রয়েছে আইফোনও (iPhone)। এমনিতেও আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) ভারতে লঞ্চ হওয়ার পর থেকেই আগের বিভিন্ন আইফোন সিরিজের দাম কিছুটা কমেছে। ফ্লিপকার্টের সেলে আইফোন ১৩ সিরিজ, আইফোন ১২ মিনি এবং আইফোন ১১- র দামে ছাড় পাওয়া যাবে। আপাতত বেস মডেলের দাম কতটা কমবে সেটাই প্রকাশ্যে এসেছে। চলুন একনজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২২- এ কোন কোন আইফোনের দাম কতটা কমতে চলেছে।


আইফোন ১৩ সিরিজ- আইফোন ১৩ যার বর্তমান দাম ৬৯,৯০০ টাকা, সেটা কেনা যাবে ৪৯,৯০০ টাকা বা তার কমে। আইফোন ১৩ প্রো কেনা যাবে ৮৯,৯০০ টাকায় বা তার কমে। এর বর্তমান দাম ১,১৯,৯০০ টাকা। এছাড়াও আইফোন ১৩ প্রো ম্যাক্স যার এখন দাম ১,২৬,০০০ টাকা- সেটা কেনা যাবে ৯৯,৯০০ টাকায় বা তার কমে। সব ফোনেরই বেস মডেলের দাম উল্লেখ করা হয়েছে।


আইফোন ১২ মিনি- আইফোন ১২ মিনি যার এখন দাম ৫৫,৩৫৯ টাকা সেটা ফ্লিপকার্টের আসন্ন সেলে কেনা যাবে ৩৯,৯০০ টাকা বা তার কমে।


আইফোন ১১- বর্তমানে আইফোন ১১- র দাম ৪৩,৯০০ টাকা। এই ফোন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২২- এ কেনা যাবে ২৯,৯০০ টাকা বা তার কমে।


স্যামসাং গ্যালাক্সি


ফ্লিপকার্টের আসন্ন সেলে স্যামসাং গ্যালাক্সির বেশ কয়েকটি মডেল পাওয়া যাবে বেশ কিছুটা কম দামে। সেগুলো কী কী, দেখে নিন।


ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোন কেনা যাবে ৩১,৯৯৯ টাকায়। এর মধ্যে যুক্ত থাকবে ব্যাঙ্ক অফারও। এই ফোনের এখন দাম ৩৪,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোন যার এখন দাম ৬৯,৯৯৯ টাকা, সেটা কেনা যাবে ৫৯,৯৯৯ টাকায়। স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনের আসল দাম এখন ১২,৪৯৯ টাকা, সেটা কেনা যাবে ১০,৯৯৯ টাকায়।


নাথিং ফোন ১- ফ্লিপকার্টের আসন্ন সেলে নাথিং ফোন ১- এর দাম শুরু হচ্ছে ২৮,৯৯৯ টাকা থেকে। লঞ্চের সময় নাথিং ফোন ১ –এর দাম ছিল ৩২,৯৯৯ টাকা। এরপর আবার ১০০০ টাকা দাম বেড়েছিল এই ফোনের। ফলে নাথিং ফোন ১- এর দাম হয়েছিল ৩৩,৯৯৯ টাকা।


গুগল পিক্সেল ৬এ- ফ্লিপকার্টের এই সেলে গুগল পিক্সেল ৬এ ফোনের ফোনের দাম শুরু হতে চলেছে ২৭,৬৯৯ টাকা থেকে। গুগল পিক্সেল ৬এ ফোনের দাম লঞ্চের সময় ছিল ৪৩,৯৯৯ টাকা।


ভিভো স্মার্টফোন- ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২২- এ ভিভো সংস্থার বিভিন্ন ফোনের দামেও রয়েছে ছাড়। ভিভো টি১ প্রো ফোন কেনা যাবে ১৭,৯৯৯ টাকায়। ভিভো টি১ ৫জি ফোন কেনা যাবে ১৩,৯৯৯ টাকায়। ভিভো টি১ ৪৪ ওয়াটের চার্জিং ফিচার যুক্ত ফোন কেনা যাবে ১২,৪৯৯ টাকায়।


পোকো স্মার্টফোন- ফ্লিপকার্টের আসন্ন বিগ বিলিয়ন ডে'জ সেলে পোকো সংস্থার একগুচ্ছ ফোন কেনা যাবে বেশ কিছুটা কম দামে। পোকোর পাঁচটি ফোনে দুর্দান্ত অফার থাকতে চলেছে। সেগুলি হল পোকো এম৪ ৫জি, পোকো এক্স৪ প্রো ৫জি, পোকো এফ৪ ৫জি, পোকো এম৪ প্রো ৫জি এবং পোকো এম৫। 


শাওমি ১১আই হাইপারচার্জ ফোন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২২ থেকে কেনা যাবে ১৯,৯৯৯ টাকায়। এই ফোনের বেস মডেলের আসল দাম ২৫,৯৯৯ টাকা। এছাড়াও রেডমি নোট ১০টি ৫জি, রেডমি ১০ এবং রেডমি ১০ প্রাইম ফোনের দামের ছাড় পাওয়া যাবে ফ্লিপকার্টের এই সেলে।


ফ্লিপকার্টের আসন্ন সেলে দাম কমবে ইনফিনিক্স জিরো ৫জি ফোনেরও। এই ফোনের বর্তমানে দাম ১৪,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টের সেলে পাওয়া যাবে ১৩,৪৯৯ টাকায়। সমস্ত ফোনের দামেই ব্যাঙ্ক অফার ছাড়াও থাকাওতে চলেছে এক্সচেঞ্জ অফার।


আরও পড়ুন- ভারতে আসছে ওয়ানপ্লাস ১০আর ৫জি প্রাইম ব্লু এডিশন, কবে লঞ্চ?