Flipkart Big Billion Day: ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল ২০২৪ (Flipkart Big Billion Days Sale 2024) শুরু হতে চলেছ আগামী ২৭ সেপ্টেম্বর। প্লাস মেম্বাররা (Flipkart Plus Members) ফ্লিপকার্টের এই সেলে কেনাকাটার সুযোগ পাবেন একদিন আগে অর্থাৎ ২৬ সেপ্টেম্বর থেকে। ফ্লিপকার্টের আসন্ন সেলে পোকো সংস্থার একাধিক ফোনের দাম কমতে চলেছে। ক্রেতাদের জন্য থাকছে নো-কস্ট ইএমআই অপশন এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট। পোকো এফ৬ ৫জি এবং পোকো এক্স৬ প্রো ৫জি- এই দুই ফোনের দাম ফ্লিপকার্টের সেলে কমবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি এটাও জানা গিয়েছে যে, শাওমির সাব-ব্র্যান্ড পোকো তাদের এফ, এক্স, এম এবং সি- এই চার সিরিজের বেশ কয়েকটি ৫জি ফোনের দাম কমতে চলেছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে।                                 



  • পোকো এফ৬ ৫জি- এই ফোন ফ্লিপকার্টের সেল থেকে কেনা যাবে ২১,৯৯৯ টাকায়। এই ফোন লঞ্চ হয়েছিল ২৯,৯৯৯ টাকায়। 

  • পোকো এক্স৬ প্রো ৫জি- এই ফোন লঞ্চ হয়েছিল ২৬,৯৯৯ টাকায়। কিন্তু ফ্লিপকার্টের সেল থেকে কেনা যাবে ১৮,৯৯৯ টাকায়। 

  • পোকো এক্স৬ ৫জি- এই ফোন ফ্লিপকার্টের সেল থেকে কেনা যাবে ১৪,৯৯৯ টাকায়। এই ফোন লঞ্চ হয়েছিল ২১,৯৯৯ টাকায়। 

  • পোকো এক্স৬ নিও ৫জি- এই ফোন লঞ্চ হয়েছিল ১৫,৯৯৯ টাকায়। তবে ফ্লিপকার্টের সেল থেকে কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। 

  • পোকো এম৬ প্লাস ৫জি- ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে এই ফোন কেনা যাবে ১০,০০০ টাকায়। এই ফোন লঞ্চ হয়েছিল ১৩,৪৯৯ টাকায়। 

  • পোকো এম৬ ৫জি- এই ফোন লঞ্চ হয়েছিল ১০,৪৯৯ টাকায়। ফ্লিপকার্টের সেল থেকে কেনা যাবে ৭৪৯৯ টাকায়। 

  • পোকো সি৬৫- এই ফোন ফ্লিপকার্টের সেল থেকে কেনা যাবে ৬৭৯৯ টাকায়। পোকোর এই ফোন লঞ্চ হয়েছিল ৮৪৯৯ টাকা। 

  • পোকো সি৬১- এই ফোন লঞ্চ হয়েছিল ৬৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টের সেল থেকে এই ফোন কেনা যাবে ৬২৯৯ টাকায়। 


আরও পড়ুন- আইফোন ১৬- র দামে দুর্দান্ত অফার, কোথায় পাবেন এই ব্যাপক ছাড়? দাম কতটা কমছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।