কলকাতা : ২ বছর পর পুজোর আগে তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল। তিহাড় থেকে বেরোতে সোমবার সন্ধে হয়ে যেতে পারে বলেই সূত্রের খবর । সময় মতো সবটা হলে, এদিনই রাজ্যের উদ্দেশে রওনা দেবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। ২ বছর তিনি গরুপাচার কাণ্ডে জেল-বন্দি। তবু তিনি স্বমহিমায় আসীন পার্টির গুরুত্বপূর্ণ পদে। পার্টি সুপ্রিমোকেও একাধিকবার 'বীরভূমের বাঘের' হয়ে কথা বলতে শোনা গিয়েছে। বীরভূমে তাঁর অনুরাগীরা মুক্তি কামনায় একের পর এক যাগ-যজ্ঞ করেছেন। এবার তাঁদের প্রার্থনা সার্থক করে ঘরে ফিরছেন অনুব্রত।

  


মুক্তির আগে তাঁকে ১০ লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে। শুক্রবার জামিন পেলেও, শনিবার সন্ধেয় অনুব্রতর আইনজীবীর হাতে এসেছে অর্ডারের কপি। পরদিন রবিবার থাকায় কোনও কাজ হয়নি। ফলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জেলমুক্তিতে কিছুটা দেরি হতে পারে। এর আগে জেল থেকে মুক্তি পান অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল। তিনি দিল্লিতেই রয়েছেন। আজ বাবার সঙ্গে ফিরতে পারেন সুকন্যাও। মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে অনুব্রতর? তুঙ্গে জল্পনা।


এদিকে সোমবার  প্রশাসনিক বৈঠকে যোগ দিতে বর্ধমানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে দুর্গাপুরে থেকে  আগামীকাল মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পারেন তিনি। দু’দিনে প্রশাসনিক বৈঠকের ফাঁকে দুই জেলার বন্যা প্লাবিত এলাকায় পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। আর এদিনই যদি বীরভূমে পৌঁছে যান কেষ্ট, তাহলে কি ২ বছর পর অনুব্রতর সঙ্গে তাঁর পার্টি সুপ্রিমোর সাক্ষাতটা হয়েই যাবে ? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 


২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে CBI-র হাতে গ্রেফতার হন অনুব্রত। এই মামলায় পরে তাঁকে হেফাজতে নেয় ইডি। আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে তিহাড়ে নিয়ে যাওয়া হয়। গত মাসে CBI-এর মামলায় জামিন পান অনুব্রত। ১৮ মাস তিহাড় জেলে বন্দি থাকার পর, শুক্রবার ইডি-র মামলাতেও দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।              


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: R G Kar Protest: বিচারের দাবিতে অব্যাহত প্রতিবাদ, পথে নামল নাগরিক সমাজ