Flipkart Big Diwali Sale: দীপাবলি (Diwali 2023) উপলক্ষ্যে শুরু হতে চলেছে ফ্লিপকার্টের (Flipkart Sale) নতুন সেল। ২ নভেম্বর থেকে সাধারণ ক্রেতাদের জন্য ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল (Flipkart Big Diwali Sale) শুরু হলেও প্লাস মেম্বারদের জন্য ১ নভেম্বর থেকেই কেনাকাটার সুযোগ থাকছে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলবে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল। ই-কমার্স সংস্থার তরফে জানানো হয়েছে আইফোন, ১৪, স্যামসাং গ্যালাক্সি এফ১৪, রেডমি নোট ১২ প্রো, মোটোরোলা এজ ৪০ এবং অন্যান্য আরও অনেক ফোনের দামে থাকতে চলেছে দুরন্ত ছাড়। এবার দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে কোন কোন ফোনের দামে আকর্ষণীয় অফার থাকতে চলেছে। 


আইফোন ১৪- ফ্লিপকার্টের দিওয়ালি সেলে আইফোন ১৪ পাওয়া যাবে ৪৯,৯৯৯ টাকায়। বর্তমানে এই ফোনের দাম ৬১,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট জানিয়েছে এই ফোনের দাম কমে ৫৪,৯৯৯ টাকা হএ। এর সঙ্গে ৪০০০ টাকা অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট রয়েছে। আর রয়েছে ১০০০ টাকা এক্সচেঞ্জ অফার পাওয়ার সুযোগ। এর ফলে আইফোন ১৪- র দাম ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে কমে হতে পারে ৪৯,৯৯৯ টাকা। যদি এক্সচেঞ্জ অফার নাও পেয়ে থাকেন তাহলেও অনেকটা কম দামে পাওয়া যাবে এই আইফোন। এছাড়াও আইফোন ১৪ প্লাস মডেলের দাম ৫৯,৯৯৯ টাকা হবে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে। 


স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি- ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে এই ফোনের দামেও থাকবে আকর্ষণীয় ছাড়। ফ্লিপকার্টের এই সেলে স্যামসাংয়ের এই ফোনের দাম থাকবে ৯৯৯০ টাকা। অন্যদিকে রিয়েলমি সি৫১ ফোনেরদাম ৭৯৯৯ টাকা হবে ফ্লিপকার্টের এই সেলে। এছাড়াও মোটোরোলা এজ ৪০ এবং নাথিং ফোন (২)- এর দাম হবে যথাক্রমে ২৫,৯৯৯ টাকা এবং ৩৩,৯৯৯ টাকা। এর পাশাপাশি ভিভো টি২ প্রো ফোনের দাম ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে হতে চলেছে ২১,৯৯৯ টাকা। এর সঙ্গে একটি স্পেশ্যাল ব্যাঙ্ক অফার যুক্ত রয়েছে। আর পোলো এক্স৫ প্রো ফোনের দাম হতে চলেছে ১৮,৪৯৯ টাকা। 


স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি- দীপাবলি উপলক্ষ্যে ফ্লিপকার্টের এই ফোনের দাম হতে চলেছে ১৪,৯৯৯ টাকা। এর পাশাপাশি গুগল পিক্সেল ৭এ ফোনের দাম ফ্লিপকার্টের সেলে হতে চলেছে ৩১,৪৯৯ টাকা। অন্যদিকে মোটোরোলা এজ ৪০ নিও ফোনের দামও কমবে ফ্লিপকার্টের এই সেলে। ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল শুরু হলে বাকি ফোনের দামে অফার সম্পর্কে বিশদে জানা যাবে।


আরও পড়ুন- অ্যান্ড্রয়েডের মতো এবার আইওএস ভার্সানেও বাড়ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে যুক্ত হওয়ার ইউজার সংখ্যা