Flipkart Diwali Sale: সবেমাত্র ফ্লিপকার্টের (Flipkart) বিগ বিলিয়ন ডে'জ সেল শেষ হয়েছে। এর মধ্যেই শোনা গিয়েছে যে এই ই-কমার্স সংস্থা দীপাবলি (Flipkart Diwali Sale) উপলক্ষ্যে নতুন সেল দিতে চলেছে। সম্ভবত আগামী সপ্তাহেই ফ্লিপকার্টের দিওয়ালি (Flipkart Big Diwali Sale) সেল শুরু হতে চলেছে। এখনও পর্যন্ত সম্ভাব্য তারিখ জানা গিয়েছে ৫ অক্টোবর। প্রসঙ্গত উল্লেখ্য। গত ২৩ সেপ্টেম্বর শুরু হয়েছিল ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল। আর এই সেল শেষ হয়েছে ৩০ সেপ্টেম্বর। ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা অবশ্য ২২ সেপ্টেম্বর থেকেই কেনাকাটার সুযোগ পেয়েছিলেন। 


জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মার দাবি, ফ্লিপকার্টের দিওয়ালি সেল শুরু হতে চলেছে ৫ অক্টোবর এবং সম্ভবত তা চলবে ৮ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ দুর্গাপুজোর ঠিক পরেই আরম্ভ হচ্ছে এই সেল। গোটা ভারতেই এখন চলছে উৎসবের মরশুম। দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/technology/moto-g72-india-launch-date-set-for-october-3-teased-to-feature-108-megapixel-camera-924083" data-type="interlinkingkeywords">পুজোর, নবরাত্রির আমেজ শেষ হতে না হতেই মানুষ মেতে উঠবেন দীপাবলির আনন্দে। আর সেই সময়েই সেল দেবে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। অন্যান্য সব সেলের মতো এখানেই প্লাস মেম্বাররা একদিন আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।  


সাধারণত ফ্লিপকার্টের পুজোর সময় যে বিগ বিলিয়ন ডে'জ সেল চলে তার মতোই সুযোগ সুবিধা যুক্ত হয় দিওয়ালি সেলের ক্ষেত্রেও। চলতি বছরেই তাই হবে বলে অনুমান করা হচ্ছে। যদিও ফ্লিপকার্টের তরফে এখনও তাদের দিওয়ালি সেল সম্পর্কে তারিখ বা অন্যান্য অফার এবং সুযোগ, সুবিধার কথা ঘোষণা করা হয়নি। ফ্লিপকার্টের নতুন সেলের নাম সম্ভবত হতে চলেছে 'বিগ দিওয়ালি সেল'। এই সেলেও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ও গ্যাজেটের পাশাপাশি অন্যান্য জিনিসপত্রেও ব্যাপক ছাড় থাকবে বলে মনে করা হচ্ছে। 


আইফোন ১৩


আইফোন ১৪ সিরিজ ভারতে লঞ্চের পর এমনিতেই আইফোন ১৩- র দাম ভারতে কমেছে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২২- এও আইফোন ১৩- র দামে বেশ ভাল পরিমাণ ছাড় ছিল। অনুমান ফ্লিপকার্টের দিওয়ালি সেলের ক্ষেত্রেও আইফোন ১৩- র দামে অনেকটাই ছাড় থাকবে। 


ব্যাঙ্ক অফার


শোনা যাচ্ছে, নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডের উপর ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় দেবে ফ্লিপকার্ট। সম্ভবত অ্যাক্সিস এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডেই এই ছাড় পাওয়া যাবে। তবে নিশ্চিত ভাবে এখনও কিছু ঘোষণা হয়নি। এছাড়াও যাঁদের ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড রয়েছে তাঁরা অতিরিক্ত ক্যাশব্যাক পাবেন। এছাড়াও থাকতে পারে ইনস্ট্যান্ট ক্রেডিট এবং ইজি ইএমআই অপশন। ফ্লিপকার্ট পে লেটারের মাধ্যমে এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে। 


আরও পড়ুন- ভারতে আসছে মোটো জি৭২, কবে লঞ্চ হবে এই ফোন? থাকতে পারে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা