Flipkart Sale: দীপাবলির আগে নতুন করে শুরু হয়েছে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল ২০২২ (Flipkart Big Diwali Sale 2022)। এই নিয়ে দ্বিতীয়বার শুরু হল ভারতের জনপ্রিয় ই-কমার্স সংস্থার এই সেল। স্মার্টফোনের পাশাপাশি বিভিন্ন অ্যাকসেসরিজ, ল্যাপটপ, ওয়ারেবল ডিভাইস, হোম-কিচেন প্রোডাক্ট, স্মার্ট টিভি এবং অন্যান্য অ্যাপ্লায়েন্সের উপর থাকছে ছাড়। ১৯ অক্টোবর এই সেল শুরু হয়েছে। শেষ হবে আগামী ২৩ অক্টোবর। পাঁচদিনের এই সেলে গ্রাহকরা এসবিআই- এর ক্রেডিট কার্ড বা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে কেনাকাটা করলে ১০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ছাড় পাবেন। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার এবং ইএমআই অপশন। গ্রাহকদের জন্য নো-কস্ট ইএমআই পেমেন্টের সুবিধার সঙ্গে রয়েছে পেটিএমেও রয়েছে অনেক অফার।


নাথিং ফোন ১- নাথিং ফোন ১- এর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ২৬,৯৯৯ টাকায়। এর সঙ্গে যুক্ত রয়েছে এসবিআই ব্যাঙ্ক ডিসকাউন্ট। পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার অর্থাৎ এক্সচেঞ্জ অফারের সুবিধাও থাকছে। সেক্ষেত্রে ১৬,৯০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা। নো-কস্ট ইএমআইয়ের অপশন মাসে শুরু হচ্ছে ৫০০০ টাকা দিয়ে। ভারতে নাথিং ফোন ১ লঞ্চ হয়েছিল ৩৩,৯৯৯ টাকায়। তারপর আবার এই ফোনের দাম ১০০০ টাকা বেড়ে গিয়েছিল ৩৪,৯৯৯ টাকা।


আইফোন ১১- যদি কিছুটা কম দামে আইফোন কিনতে চান তাহলে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে আইফোন ১১ কেনার পরিকল্পনা করতে পারেন। কারণ আইফোন ১১- র ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে বর্তমানে এই সেলে ধার্য হয়েছে ৩৫,৯৯০ টাকা। এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে ক্রেতারা ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই পেমেন্ট অপশন। মাসে ৫৯৯৯ টাকা কিস্তি দিতে হবে। পেটিএমের মাধ্যমে ফোন কিনলেও পাবেন ছাড়। আর থাকছে এক্সচেঞ্জ অফার। সেখানে ১৬,৯০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা। আইফোন ১১ মডেলে রয়েছে একটি ৬.১ ইঞ্চির Liquid Retina HD ডিসপ্লে। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। অ্যাপেলের এ১৩ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১১ ফোন।


Oppo A17k


ভারতে ওপ্পো এ১৭কে ফোন লঞ্চ হয়েছে সম্প্রতি। নেভি ব্লু এবং সোনালি রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা।


আরও পড়ুন- দ্বিতীয় দফায় হাজির ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল, কোন কোন স্মার্টফোনে দুরন্ত অফার রয়েছে, দেখে নিন