Flipkart Big Dussehra Sale 2022: ফ্লিপকার্টের বিগ দশেরা সেল ২০২২ শুরু হয়ে গিয়েছে। ৮ অক্টোবর জনপ্রিয় ই-কমার্স সংস্থার এই সেল শেষ হবে। ফ্লিপকার্টের এই সেলে আইফোন ১১ পাওয়া যাবে ৩৪,৪৯০ টাকায়। ব্যাঙ্ক অফার এবং অন্যান্য ছাড় যুক্ত হয়ে আইফোন ১১- র দাম এতটা কমেছে। আইফোন ১৩ পাওয়া যাবে ৫৯,৯৯০ টাকায়। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ না করেও এতটা কম দামে আইফোন ১৩ পাবেন ইউজাররা। এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোন পাওয়া যাবে ৩২,৯৯৯ টাকায়। অন্যদিকে গুগল পিক্সেল ৬এ ফোন পাওয়া যাবে ২৮,৯৯৯ টাকায়। এক্ষেত্রে অবশ্য ব্যাঙ্ক অফারের সঙ্গে যুক্ত হবে এক্সচেঞ্জ অফারও।


নাথিং ফোন (১) – ফ্লিপকার্টের বিগ দশেরা সেলে নাথিং ফোন (১)- এর ১২৮ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাবে ২৯,৯৯৯ টাকায়। এর আসল দাম ৩৭,৯৯৯ টাকা। ২১ শতাংশ ছাড়ে পাওয়া যাবে এই ফোন।


অন্যান্য স্মার্টফোনে ছাড়- রিয়েলমি, পোকো, স্যামসাং, ওপ্পো, ভিভো, অ্যাপেল, শাওমি এবং মোটোরোলা--- এইসব সংস্থার ফোনে থাকতে চলেছে ছাড়। এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারের সঙ্গে থাকছে নো-কস্ট ইএমআই পেমেন্টের অপশন। এছাড়াও ফ্লিপকার্টের এই সেলে রয়েছে ‘buy now pay later’ অপশন।


ব্যাঙ্ক অফার- ফ্লিপকার্ট জুটি বেঁধেছে এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে। অর্থাৎ ফ্লিপকার্টের বিগ দশেরা সেল ২০২২- এ এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে গ্রাহকরা কেনাকাটা করলে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট, দু’ধরনের কার্ডের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য হবে। এর সঙ্গে এক্সচেঞ্জ অফার, নো-কস্ট ইএমআই এবং স্ক্রিন ড্যামেজ প্রোটেকশনের সুবিধা পাবেন ক্রেতারা।


ফ্লিপকার্টের বিগ দশেরা সেল ২০২২- এ ল্যাপটপের উপরেও থাকছে ছাড়। HP i3 ল্যাপটপের ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৫,৯৯০ টাকা। HP কোম্পানির ক্যামেরার দাম শুরু হচ্ছে ৫৯৯ টাকা থেকে। এর পাশাপাশি স্পিকার এবং হেডফোনের দামেও রয়েছে ৮০ শতাংশ ছাড়।


বিজয় সেলসের অফার


ফ্লিপকার্টের পাশাপাশি দশেরা উপলক্ষ্যে বিশেষ ছাড় দিচ্ছে বিজয় সেলসও। অফলাইন এবং অনলাইন দু’ভাবেই ছাড় পাবেন ক্রেতারা। স্মার্টফোনের পাশাপাশি, হোম ইলেকট্রনিক্স, এনটারটেবমেন্ট গ্যাজেট এবং আরও অনেক জিনিসের উপর থাকবে ছাড়।


বিশেষ করে ছাড় থাকতে চলেছে আইফোনে। বিজয় সেলসের মাধ্যমে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো- এর ক্ষেত্রে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। যদিও সেক্ষেত্রে ফোন কিনতে হবে এইচডিএফসি ব্যাঙ্কের সাহায্যে। আইফোন ১৪- র দাম শুরু হচ্ছে ৭৪,৯০০ টাকা থেকে। এর সঙ্গে থাকছে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।


আরও পড়ুন- ভারতে চালু জিও-র ৫জি পরিষেবা, গ্রাহকদের সুবিধায় হাজির 'ওয়েলকাম অফার'