Flipkart Big Saving Days Sale: জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেলে আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus)- এই দুই মডেল কেনা যাচ্ছে অনেকটা সস্তায়। গতবছর সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন ১৪ সিরিজ। সেই সময়ে আইফোন ১৪ মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৯,৯০০ টাকা। এখন সেই মডেল ছাড়া যুক্ত হয়ে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ৬৪,৯৯৯ টাকায়। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও আইফোন ১৪-র ক্ষেত্রে ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও থাকছে। এর পাশাপাশি ফোনের ক্ষেত্রে ১ বছর এবং ইন-বক্স অ্যাকসেসরিজের ক্ষেত্রে ৬ মাসের ওয়ারেন্ট রয়েছে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস ফোন ভারতে লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। তবে সেই ফোন এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ৭২,৯৯৯ টাকায়। এই ফোনের ক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহার করতে ১০০০ টাকা ছাড় থাকছে। এই ফোন কেনার ক্ষেত্রে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।
Yellow iPhone: কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে হলুদ রঙের আইফোন। অ্যাপেল আইফোন ১৪ সিরিজের (iPhone 14 Series) দুটো মডেল হলুদ রঙে লঞ্চ হয়েছে সম্প্রতি। আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus) - এই দুই ফোন সম্প্রতি হলুদ রঙে লঞ্চ হয়েছে। গতবছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হয়েছিল। লঞ্চের পর আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস পাওয়া যাচ্ছিল ব্লু, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং প্রোডাক্ট রেড- এই সমস্ত রঙের শেডে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হলুদ রঙের ভ্যারিয়েন্ট। ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়েই লঞ্চ হয়েছে এই দুই আইফোন মডেল। ভারতেহলুদ রঙের আইফোন ১৪- র বেস মডেলের দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস ফোনের বেস মডেলের দাম শুরু হচ্ছে ৮৯,৯০০ টাকা থেকে। শুরু হয়ে গিয়েছে প্রি-বুকিং। অ্যাপেলের ভারতীয় ওয়েবসাইটের সঙ্গে ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকেও কেনা যাবে এই ফোন। নতুন রঙের আইফোন প্রিবুকিং করার ক্ষেত্রে স্টোর ডিসকাউন্ট হিসেবে ১৫ হাজার টাকা ছাড় পেতে পারেন গ্রাহকরা। এছাড়াও থাকছে আরও অনেক আকর্ষণীয় অফার।