Twitter Competitor App: ফেসবুক (Facebook) এবং ইনস্টাগ্রামের (Instagram) পেরেন্ট অর্গানাইজেশন মেটা (Meta) সম্প্রতি ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ তৈরির দিকে নজর দিয়েছে। শোনা যাচ্ছে, ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ নিয়ে নাকি ইতিমধ্যেই কাজকর্মও শুরু করে দিয়েছে মেটা কর্তৃপক্ষ। মূলত টেক্সট ভিত্তিক কনটেন্ট শেয়ার করার জন্য এই আলাদা অ্যাপ তৈরির চেষ্টা করছে মেটা। শোনা গিয়েছে, মেটা-র এই অ্যাপ ActivityPub ভিত্তিক হবে। ট্যুইটারের একটি প্রতিদ্বন্দ্বী অ্যাপ রয়েছে যার নাম Mastodon। এই অ্যাপ ActivityPub ভিত্তিক। আসলে এই ActivityPub হল একটি decentralized social networking protocol। শোনা যাচ্ছে, মেটা কর্তৃপক্ষ ট্যুইটারের যে প্রতিদ্বন্দ্বী অ্যাপ তৈরি করতে চলেছে তার কোডনাম P92। 


সূত্রের খবর, মেটা-র এই নতুন অ্যাপ ইনস্টাগ্রামের আওতাধীন হবে। অর্থাৎ ইউজাররা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড এবং ইউজারনেম দিয়েই এই নতুন অ্যাপে রেজিস্টার এবং লগ-ইন করতে পারবেন। এর আগে যখন টিকটক ভারতে নিষিদ্ধ হয়েছিল, তারপরেই ইনস্টাগ্রামে রিলস ফিচার চালু করেছিল মেটা কর্তৃপক্ষ। বর্তমানে ট্যুইটার নিয়েই মাঝে মাঝেই বেশ ডামাডোল চলছে বিশ্বজুড়ে। বিশেষ করে এলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পরিবর্তন হচ্ছে। ব্যাপক হারে কর্মী ছাঁটাই থেকে শুরু করে নিত্যনতুন ফিচারের সংযোজন- সবই রয়েছে তালিকায়। আর এত পরিবর্তন অনেকক্ষেত্রেই পছন্দ হচ্ছে না ইউজারদের। তার ফলেই শুরু হচ্ছে সমস্যা। অনুমান, এই সুযোগেই ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ বাজারে লঞ্চ করতে চায় মেটা কর্তৃপক্ষ। 


তবে এই গোটা ঘটনায় মেটা-র প্রধান মার্ক জুকেরবার্গকে একহাত নিয়েছেন এলন মাস্ক। জুকেরবার্গকে 'কপিক্যাট' বলে কটাক্ষ করেছেন ট্যুইটারের বর্তমান মালিক। এই প্রসঙ্গে একটি ট্যুইটের পরিপ্রেক্ষিতে বিড়ালের ইমোজি ব্যবহার করে রিপ্লাইও দিয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বীদের যে এলন মাস্ক একেবারেই সহ্য করতে পারেন না তার নমুনা আগেও পাওয়া গিয়েছে। গতবছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষের দিকে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন এলন মাস্ক। তারপরেই এই মাধ্যমে থেকে 'কু'- এর অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছেন তিনি। 'কু' হল ভারতের নিজস্ব অ্যাপ যা ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবেই তৈরি হয়েছিল। একই ঘটনা ঘটেছে Mastodon অ্যাপের ক্ষেত্রেও। 


Meta Layoffs: ফের কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পরিকল্পনা করছে মেটা (Meta) সংস্থা। আগামী কয়েক সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে এই সংস্থায়। শোনা যাচ্ছে, আগামী মাসে কয়েক দফায় কর্মী ছাঁটাই করতে পারে মেটা কর্তৃপক্ষ। এবার কোপ পড়তে পারে নন-ইঞ্জিনিয়ারদের উপরে। গতবছর অর্থাৎ ২০২২ সালে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা সংস্থা। চলতি বছরেও অব্যাহত রয়েছে তাদের ছাঁটাই প্রক্রিয়া। কবে থেকে ছাঁটাই শুরু হবে কিংবা মোট কত কর্মী এবারের দফায় চাকরি খোয়াবেন তা নিশিচত ভাবে কিছু জানা যায়নি। শুধু শোনা যাচ্ছে, এই কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বেশ কিছু প্রোজেক্টও বন্ধ করতে চলেছে মেটা সংস্থা। 


আরও পড়ুন- ভারতে আসছে পোকো এক্স সিরিজের নতুন ৫জি ফোন, কবে লঞ্চ? দাম কত হতে পারে?