Flipkart Bonanza Sale: গত মাসে অর্থাৎ নভেম্বরেই শেষ হয়েছে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল। এবার ডিসেম্বর নতুন সেল শুরু করেছে এই ই-কমার্স সংস্থা। ফ্লিপকার্ট বোনানজা সেল (Flipkart Mobile Bonanza Sale) চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। এই সেলেও একগুচ্ছ ফোনে (Smartphone Offers) থাকছে ছাড়। একনজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের বোনানজা সেলে কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে।
পোকো এক্স৫ প্রো
ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ২২,৯৯৯ টাকায়। ফ্লিপকার্টের মোবাইল বোনানজা সেলে এই ফোন কেনা যাবে ১৮,৯৯৯ টাকায়। অর্থাৎ ফ্ল্যাট ৪০০০ টাকা ছাড় রয়েছে। এই ৫জি ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট। সাধারণত এই প্রসেসর ৩০ থেকে ৪০ হাজার টাকা রেঞ্জের ফোনে দেখা যায়। তবে ফ্লিপকার্টের সেলের দৌলতে এই চিপসেট পাওয়া যাচ্ছে ২০ হাজার টাকার কম দামের ফোনে।
নাথিং ফোন (২)
ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে ৩৯,৯৯৯ টাকায়। লঞ্চের সময় দাম ছিল ৪৪,৯৯৯ টাকা। অর্থাৎ ফ্ল্যাট ৫০০০ টাকা ছাড় রয়েছে। এছাড়াও কানাড়া ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে আরও ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে নাথিং ফোন (২)- এর দাম আরও কমবে।
স্যামসাং গ্যালাক্সি এম১৪
ফ্লিপকার্টের মোবাইল বোনানজা সেলে অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে এই ফোন। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৩,৯৯৯ টাকা ধার্য হয়েছে। নাথিং ফোন (২)- এর ব্যাঙ্কের অফার স্যামসাং গ্যালাক্সি এম১৪ ফোনের ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে। ১৫ হাজার টাকার কমে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ফোন, যা ভারতের অন্যতম বিখ্যাত বাজেট সেগমেন্টের মডেল।
মোটোরোলা এজ ৪০
৩০ হাজার টাকার কমে এটি অন্যতম বিখ্যাত ৫জি ফোন। ক্রেতারা ফ্লিপকার্টের সেলে এই ফোন কিনতে পারবেন ২৬,৯৯৯ টাকায়। এর আসল দাম ২৯,৯৯৯ টাকা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সবদিক থেকে দুর্দান্ত অভিজ্ঞতা পেতে চাইলে মোটোরোলা এজ ৪০ ফোন কিনতে পারেন। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ জলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এই ফোনে রয়েছে একটি প্রিমিয়াম লেদার ফিনিশ ব্যাঙ্ক প্যানেল।
রেডমি ১২সি
ফ্লিপকার্টের মোবাইল বোনানজা সেলে রেডমির এই ফোনের দাম ধার্য করা হয়েছে ৬৭৯৯ টাকা। অর্থাৎ সাত হাজার টাকার কমে পাওয়া যাবে এই ফোন। আক্ষরিক অর্থেই এটি একটি বাজেট সেগমেন্টের মডেল।
আরও পড়ুন- ২০ হাজার টাকার কমে অ্যামাজন থেকে কিনতে পারবেন এই ৫টি স্মার্টফোন, রইল তালিকা