Financial Fraud On Name Of DoT: কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক থেকে একটি ফোন এসেছে। ফোনের ওপারের ব্যক্তি গম্ভীর স্বরে জানাচ্ছেন আপনার ফোন নম্বর বন্ধ করে দেওয়া হবে। কারণ কোনও এক অবৈধ কাজে সেটি ব্যবহার করা হচ্ছে। সরকারের সঙ্গে সহায়তা না করলে আরও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। এই শুনে অনেকেই ভয় পেয়ে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে ফোনের ওপারে থাকা ‘সরকারকে’ সাহায্য করছেন। আর তার কিছুক্ষণ বাদেই অ্যাকাউন্ট থেকে গায়েব বিশাল অঙ্কের টাকা। সম্প্রতি এই ধরনের প্রতারণার ব্যাপারেই সতর্ক করেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। কারণ যে ফোনটা আসে, তা মোটেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক থেকে আসে না। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক কাউকে ব্যক্তিগতভাবে এই ধরনের ফোন করে না। সম্প্রতি এই বিষয়ে ফের তারা একটি বিজ্ঞপ্তি দেয়।


প্রতারকদের নানা ফাঁদ


এর আগে সাধারণভাবে মোবাইলের ওটিপি চেয়ে নিয়ে প্রতারকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত। কিন্তু বর্তমানে সচেতনতা বেড়েছে। যার ফলে এই ধরনের ঘটনা কমেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের আপডেট করেছে প্রতারকেরা। নতুন নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। কখনও ইনকাম ট্যাক্স অফিসার সেজে আবার কখনও পুলিশি ভয় দেখিয়ে টাকা নেয় তাঁরা। এছাড়াও, রয়েছে বেশ কিছু অনলাইন খেলা ও বিনোদনের সাইট। সেখানেও মিথ্যে প্রতিশ্রুতির বিনিময়ে লাখ লাখ টাকা কামাচ্ছে প্রতারকেরা।


কীভাবে বুঝবেন প্রতারকের ফোন ? 


প্রতারকের কাছ থেকে ফোন এসেছে, তা বোঝার বেশ কিছু উপায় রয়েছে।


১. ফোন হোয়াটসঅ্যাপে আসছে কিনা লক্ষ রাখুন।


২. কোনও ব্যক্তিগত নম্বর থেকে আসছে কিনা।


৩. নম্বরের শুরুতে +৯২ রয়েছে কিনা।


৪. কোনওভাবে আর্থিক তথ্য চাইছে কিনা।


৫. সমাধান হিসেবে টাকা পাঠাতে বলছে কিনা।


৬. আসল পরিচয় জানতে চাইলে কথা ঘোরাচ্ছে কিনা।


প্রতারকের ফোন পেলে কী করবেন ?


১. ফোন নম্বরটি নিয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের সঞ্চার সাথী পোর্টালে গিয়ে অভিযোগ জানাতে হবে। সেখানে গিয়ে চক্ষু বিকল্পটিতে তথ্য দিয়ে অভিযোগ জমা করতে হবে।


২. সাইবার ক্রাইম পোর্টালে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন।


৩. স্থানীয় থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করতে পারেন।


আরও পড়ুন - Google One VPN: বড় সিদ্ধান্ত গুগলের ! ২০ জুন থেকে বন্ধ হয়ে যাবে এই অ্যাপ


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।