Meta Layoffs: ফের কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে মেটা (Meta) সংস্থায়। এই খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এর আগে দু'দফায় প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা কর্তৃপক্ষ। এবার চালু হতে চলেছে তৃতীয় দফার ছাঁটাই। LinkedIn-এ বেশ কিছু মেটা কর্মী ঘোষণা করেছেন যে এবারের ছাঁটাই হতে চলেছে টেকনিক্যাল বিভাগে থাকা লোকজনের মধ্যে থেকে। এই টেকনিক্যাল রোলের তালিকায় রয়েছে ইউজার এক্সপিরিয়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গ্রাফিক্স প্রোগ্রামিং এবং আরও অনেক কিছুর সঙ্গে যুক্ত কর্মীরা। এর পাশাপাশি মেটা পরিকল্পনা করেছে ব্যবসায়িক পদে থাকা বিভিন্ন বিভাগ থেকে ছাঁটাই হবে যেমন- ফিন্যান্স, লিগাল, এইচআর- এইসব বিভাগের কর্মীদের পিঙ্ক স্লিপ দেওয়া হবে।

  


মেটা কর্তৃপক্ষ প্রথম কর্মী ছাঁটাই করেছিল গতবছর নভেম্বর মাসে। সেই সময় প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করা হয়। এরপর চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। সব মিলিয়ে মোট ২১ হাজার কর্মী ছাঁটাই হয়েছে মেটা থেকে। এবার তৃতীয় দফার ছাঁটাই পর্বে চার হাজারের বেশি কর্মী চাকরি খোয়াতে পারেন বলে অনুমান করা হচ্ছে। আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি এখনও। তবে এপ্রিল মাসে যে মেটায় তৃতীয় দফায় কর্মী ছাঁটাই হতে চলেছে সেই বার্তা ম্যানেজারদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। 


জানা গিয়েছে, মেটা কর্তৃপক্ষ ম্যানেজারদের কাছে একটি memo-র মাধ্যমে নতুন দফার কর্মী ছাঁটাইয়ের বার্তা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে। সূত্রের খবর, মেটা-র নতুন দফার কর্মী ছাঁটাইয়ের ফলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং রিয়েলিটি ল্যাবের উপর প্রভাব পড়বে বেশ ভালভাবে। শুধু মেটা নয়, আগামী সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে Walt Disney-ও। কয়েক হাজার কর্মী ছাঁটাই হতে পারে। ব্লুমবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা। এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। 


প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে প্রায় ১১ হাজার এবং এবছর মার্চ মাসে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা কর্তৃপক্ষ। অ্যামাজন সংস্থা তিন দফায় প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাই করে শীর্ষে রয়েছে। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে মেটা। অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মী ছাঁটাই প্রায় সব সংস্থার সঙ্গী হয়ে গিয়েছে। চলতি বছর ৫৯৪টি প্রযুক্তি কোম্পানি ১,৭১,৩০৮ কর্মী ছাঁটাই করেছে। layoffs.fyi- এর সাম্প্রতিক ডেটা থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। ২০২২ সালে ১০৫২টি টেক কোম্পানি ১,৬১,৪১১ জন কর্মীকে ছাঁটাই করেছিল।


আরও পড়ুন- মুম্বইয়ের পর দিল্লি, ভারতে খুলতে চলেছে দ্বিতীয় অ্যাপেল স্টোর 'অ্যাপেল সাকেত'