Apple Store: মুম্বইয়ের (Mumbai) পর রাজধানী শহর দিল্লিতে (Delhi) দ্বিতীয় ব্র্যান্ড স্টোর খুলতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ। দিল্লির সাকেতে (Apple Saket) এই অ্যাপেল স্টোর খোলা হবে। ভারতে এটি হতে চলেছে অ্যাপেলের দ্বিতীয় স্টোর এবং দিল্লিতে প্রথম। ২০ এপ্রিল অর্থাৎ আজই এই নতুন অ্যাপেল স্টোরের উদ্বোধন করা হবে। ভারতে অ্যাপেলের দ্বিতীয় স্টোরের নাম হতে চলেছে 'অ্যাপেল সাকেত'। দু'দিন আগেই মুম্বইতে অ্যাপেল বিকেসি'র উদ্বোধন করেছেন সংস্থার সিইও টিম কুক। ভারতে অ্যাপেলের প্রোডাক্ট লঞ্চের ১৫ বছর পর খোলা হল স্টোর। আইফোন নির্মাতা সংস্থা এও ঘোষণা করেছে যে অ্যাপল সাকেত এবং ভারতে কোম্পানির অন্যান্য ক্রিয়াকলাপগুলি কার্বন নিরপেক্ষ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিতে চালিত হবে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই স্টোর ভালভাবে পর্যবেক্ষণ করে নেওয়া আছে।
একটি প্রেস বিবৃতিতে অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন অ্যাপেল স্টোর রয়েছে দিল্লির সিলেক্ট সিটি ওয়াক মলে। বৃহস্পতিবার ২০ এপ্রিল সকাল ১০টায় এই অ্যাপেল স্টোরের উদ্বোধন হবে। ভারতের দ্বিতীয় অ্যাপেল স্টোর অ্যাপেল সাকেতে ইউজাররা পাবেন লেটেস্ট আইফোন, আইপ্যাড, অ্যাপেল ওয়াচ, এয়ারপডস, ম্যাক এবং অ্যাপেল টিভি মডেল। এই স্টোরের দেওয়াল সুসজ্জিত থাকবে সাপোর্টেড ডিভাইসের অ্যাকসেসরিজের সাহায্যে। এই অ্যাপেল স্টোরে থাকতে চলেছে দ্য অ্যাপেল পিকআপ ফেসিলিটি। এর মাধ্যমে ইউজাররা অনলাইনে অ্যাপেল প্রোডাক্ট কিনে তা এই স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন। মুম্বইয়ের তুলনায় আকার আয়তনে ছোট হতে চলেছে দিল্লির অ্যাপেল স্টোর।
এতদিন অর্থাৎ অ্যাপেলের নিজস্ব ব্র্যান্ড স্টোর উদ্বোধনের আগে ভারতে ক্রেতাদের অ্যাপেল ডিভাইসের সার্ভিস হত অথরাইজড অ্যাপেল স্টোরের মাধ্যমে। তবে এবার থেকে Apple BKC এবং Apple Saket- এই দুই স্টোরে ভারতে লঞ্চ হওয়া অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট এবং অ্যাকসেসরিজ পাবেন ইউজাররা। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, Apple Saket স্টোরে ৭০ জন রিটেল কর্মী রয়েছেন যাঁরা এসেছেন ভারতের ১৮টি শহর থেকে। এই কর্মীরা সকলে একসঙ্গে প্রায় ১৫টি ভাষা বলতে পারেন। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য অ্যাপেল স্টোরের নতো ভারতেও অ্যাপেল স্টোরের জিনিয়াস বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ইউজাররা। এখানে অ্যাপেল এক্সপার্ট বা বিশেষজ্ঞদের থেকে কোনও অ্যাপেল ডিভাইস খারাপ হলে সাহায্য নেওয়া যাবে। পাওয়া যাবে সাবস্ক্রিপশন এবং ডিজিটাল সার্ভিসের সুবিধা।
আরও পড়ুন- ভিতরেই গাছ, কর্মীরা জানেন ২০টিরও বেশি ভাষা, কী এমন আছে মুম্বই অ্যাপল স্টোরে ?