নয়া দিল্লি: অ্যাপল লাভারদের জন্য এ এক বিশাল অপেক্ষা। আইফোনের ১২ সিরিজের পর বেশ অনেকখানি গ্যাপ ছিল পরবর্তী সিরিজের আইফোনের। যদিও একটি চাইনিজ ই-কর্মাস সাইট জানায় যে চলতি বছরের সেপ্টেম্বরেই আসতে চলেছে iPhone 13। একাধিক সূত্র মারফৎ খবর সেপ্টেম্বরের ১৭ তারিখ বাজারে লঞ্চ করতে পারে এই জনপ্রিয় ফোনটি।
ফোনের পাশাপাশি বাজারে আসতে চলেছে AirPods 3। যদিও এর লঞ্চিং ডেট সম্পর্কে এখনও বিশেষ কিছু খবর জানতে পারা যায়নি। তবে ইতিমধ্যেই প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে আইফোন-১৩ এর। IT Home News-এর তরফে জানান হয়েছে অ্যাপল সংস্থাটি সেপ্টেম্বরেই তাঁদের সমস্ত ফোন ও প্রোডাক্ট রিলিজ করে থাকে। সেই ট্র্যাডিশন এ বছরও বজায় থাকবে বলেই জানান হয়েছে।
কী কী প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে?
আইফোনের ১৩ সিরিজের পাশাপাশি আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো (iPhone 13 Pro), আইফোন ১৩ প্রো ম্যাক্স (iPhone 13 Pro Max)ও রিলিজ হতে পারে। অ্যাপলের প্রোডাক্ট এয়ারপডস-এও বেশ কিছু আপডেশন আসছে। নয়া অবতারেই মার্কেটে আনা হচ্ছে এই এয়ারপডসটিকে।
দেখা গিয়েছে বেশ কিছু স্ক্রিনশট যে পোস্ট করা হয়েছে তা আসলে Weibo-এর অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। সেখানে iPhone 13-এর সব কটি মডেলের কথাই উল্লেখ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকেই প্রিবুকিংয়ের সুবিধা পাওয়া যাবে বলে জানান হয়েছে।
যদিও এই পোস্ট নিয়ে এখনও কোনও সত্যতা যাচাই করা হয়নি। অ্যাপল সংস্থার তরফেও এ বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। MacRumors-এর পক্ষ থেকে জানান হয়েছে যে এর আগেও IT Home তাঁদের ওয়েবসাইটে বেশ কিছু তথ্য প্রকাশ করেছিল আইফোন সংক্রান্ত, যদি তা পরবর্তীতে 'ভুয়ো' বলে প্রমাণিত হয়।
আইফোন ১২ সিরিজে ছিল ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সুবিধা। লো লাইটেও দুর্দান্ত ছবি তোলার ফিচার্স। নাইট মোডও উন্নত করা হয়েছে বলে দাবি করেছিল অ্যাপল। ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা, দু’টিতেই নাইট মোডের সুবিধা রয়েছে।