Flipkart: শুরু হতে চলেছে ফ্লিপকার্টের নতুন সেল। আগামী ৫ অক্টোবর শুরু হবে Flipkart Big Dussehra Sale 2022। ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই সেল। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২২ সদ্যই শেষ হয়েছে। ২৩ সেপ্টেম্বর এই সেল শুরু হয়েছিল। আর সেল শেষ হয়েছে ৩০ সেপ্টেম্বর। যদি কোনও ভাবে কেউ ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেলের অফার মিস করেন, তাহলে তাদের জন্য Flipkart Big Dussehra Sale 2022- এ কেনাকাটা করার সুবর্ণ সুযোগ রয়েছে। জনপ্রিয় ই-কমার্স সংস্থার আসন্ন সেলে আগের সেলের মতোই দুর্দান্ত সব অফার থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড থাকলে এবং সেই কার্ড দিয়ে কেনাকাটা করলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। এছাড়াও ফ্লিপকার্ট পে লেটার ইউজারদের ক্ষেত্রে থাকতে চলেছে easy EMI অফার। Flipkart Big Dussehra Sale 2022 ফ্লিপকার্টের প্লাস মেম্বারদের জন্য শুরু হয়ে যাবে ৪ অক্টোবর থেকে। আর অন্যান্য ইউজাররা সুবিধা পাবেন ৫ অক্টোবর থেকে।


Flipkart Big Dussehra Sale 2022- এ কী কী সুযোগ সুবিধা পাওয়া সম্ভব, দেখে নিন একনজরে


ফ্লিপকার্টের এই আসন্ন সেলে বেস্ট সেলিং মোবাইল ফোনের দামে থাকতে পারে বড়সড় ছাড়। বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে। টিভি এবং বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের দামে থাকতে পারে ৭৫ শতাংশ ছাড়। এছাড়াও এক্সচেঞ্জ অফার এবং bundled payment অপশন থাকতে পারে ফ্লিপকার্টের এই সেলে।


কোন কোন স্মার্টফোনে ছাড় থাকতে পারে


রিয়েলমি, পোকো, স্যামসাং, ওপ্পো, ভিভো, অ্যাপেল, শাওমি এবং মোটোরোলার স্মার্টফোনের উপরে থাকবে ছাড়। তবে এই সংস্থার নির্দিষ্ট ভাবে কোন কোন মডেলে ছাড় থাকবে তা জানা যায়নি। শুধুমাত্র এইসব সংস্থার স্মার্টফোনে অফার থাকবে তাই নয়, ইউজারদের জন্য নো-কস্ট ইএমআই পেমেন্ট এবং এক্সচেঞ্জ অফারের অপশনও থাকতে চলেছে Flipkart Big Dussehra Sale 2022 সেলে। যদি ক্রেতারা buy now pay later payment method ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে ৫০০ টাকার একটি গিফট ভাউচার পাওয়া যাবে।


নির্দিষ্ট কিছু মোবাইল ফোনের ক্ষেত্রে মোবাইল প্রোটেকশন প্ল্যানেরও ব্যবস্থা থাকতে পারে। এই প্ল্যান শুরু হতে চলেছে ১৯৯ টাকা থেকে। শোনা যাচ্ছে, ল্যাপটপ, ওয়েবক্যাম, ওয়ারেবল ডিভাইস, স্পিকার, হেডফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসের উপর থাকবে ছাড়। এই সেলে ট্যাবের ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে চলেছে। এর পাশাপাশি প্রিন্টার, মনিটর, প্রোজেক্টর এবং অন্যান্য অ্যাকসেসরিজের উপরেও থাকবে ছাড়।


আরও পড়ুন- আপনার বর্তমান ৪জি ফোনে কি পাবেন ৫জি পরিষেবা ?