নয়াদিল্লি:  হোলি উপলক্ষ্যে চিনের স্মার্টফোন কোম্পানি রিয়েলমি তাদের স্মার্টফোনের দাম কমিয়েছে। আসলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এখন রিয়েলমি হোলি ডেস সেল চলছে। ৩১ মার্চ পর্যন্ত চলবে এই সেল। এই সেলে কোম্পানির স্মার্টফোন সস্তা দামে কিনতে পারা যাচ্ছে। এতে বেশ কিছু ভালো ডিল পাওয়া যাচ্ছে। এরমধ্যে Realme 7 স্মার্টফোন কেনারও ভালো সুযোগ রয়েছে এই সেলে। দোল বা হোলিতে এই ফোন কাউকে গিফ্টও করতে পারেন। দেখে নেওয়া যাক, এই ফোনে কতটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। 



দাম ও অফার
Realme 7 Pro – র 6GB+ 64GB জিবি ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। কিন্তু সেলে এই ফোন  ১৩,৪৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এছাড়াও 8GB+128GB ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। কিন্ত সেলে এই ভ্যারিয়েন্ট ১৫,৪৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। 


 



Realme 7 Pro –র স্পেশিফিকেশন
রিয়েলমির এই ফোনে ৬.৪ ইঞ্চি এমোলেড ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে রয়েছে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৭২০ডি প্রোসেসর। এর র‍্যাম 6GB ও 8GB, স্টোরেজ ১২৮ জিবি। এছাড়াও মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ইন্টারন্যাল স্টোরেজ বাড়ানোর সুযোগও রয়েছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ভিত্তিক রিয়েলমি ইউআই দেওয়া হয়েছে।



ক্যামেরা ও ব্যাটারি
 Realme 7 Pro-তে রয়েছে ৬৪ মেগাপিক্সেল সোনি IMX682 প্রাইমারি, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেল মোনোক্রোম ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্টে অ্যাপারেচার এফ/2.0-র সঙ্গে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।এই ফোনে রয়েছে 4500mAh ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির দিক থেকে রিয়েলমি ৭ প্রো-তে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই ফোনে দুটি সিম ব্যবহার করা যায়। 


 


Samsung Galaxy M31s –র সঙ্গে এর টক্কর


Realme 7 সিরিজের টক্কর Samsung Galaxy M31s-এর সঙ্গে। Samsung Galaxy M31s-তে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ইনফিনিটি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ফোনে রয়েছে স্যামসাং এক্সিনোজ ৯৬১১ প্রোসেসর, যা ২.৩ গিগাহার্টর্জ ক্লক স্পিড সম্পন্ন। এতে রয়েছে 6000mAh ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে 25W-এর ফাস্ট চার্জারও পাওয়া যায়। এতে চারটি ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলির মধ্যে একটি ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, দ্বিতীয় ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, তৃতীয় ৫ মেগাপিক্সেলের ডেপ্থ ও চতুর্থ ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফির জন্য এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের দাম ১৯,৪৯৯ টাকা।