নয়াদিল্লি: জাপানি কোম্পানি Honda ভারতের বাজারে তাদের নতুন বাইক CB200X লঞ্চ করেছে। হোন্ডার এই বাইক হোর্নেট ২.০ ভিত্তিক। কোম্পানি তাদের এই বাইকের বুকিং গতকাল ১৯ অগাস্ট লঞ্চের সঙ্গেই শুরু করে দিয়েছে। মাত্র ২০০০ টাকা দিয়েই এই বাইকের বুকিং করা যাবে। হোন্ডা কোম্পানির এই বাইকের দাম  ১.৪৪ লক্ষ টাকা (গুরুগ্রাম এক্সশোরুম)। দামের দিক থেকে এটি হোন্ডার সবচেয়ে কম দাবি অ্যাডভেঞ্চার বাইক। হোন্ডার এই না এডিভি-র ভারতে কোনও প্রতিদ্বন্দ্বী নেই। কোম্পানি আপাতত অ্যাডভেঞ্চার লাইনআপে ভারতীয় বাজারে CB500X বিক্রয় করে থাকে। 


শক্তিশালী ইঞ্জিন


হোন্ডার CB200X বাইক হোর্নেট ২.০-র প্ল্যাটফর্ম ভিত্তিক। এই বাইকে 184cc BSVI PGM-FI ইঞ্জিন রয়েছে।এতে সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ১৭ বিএইচপি পাওয়ার ও ১৬১ নিউটন মিটারের টার্ক উৎপন্ন করে। এই বাইকে পাঁচটি গিয়ারবক্স দেওয়া হয়েছে। 


এই বাইকে তিনটি রঙের বিকল্প রেখেছে কোম্পানি। এই রংগুলির মধ্যে রয়েছে পার্ল নাইটস্টার ব্ল্যাক, ম্যাট সেলিন সিলভার মেটালিক ও স্পোর্টস রেড। এই বাইকে কোম্পানি অল এলইডি লাইটিং প্যাকেজ- অর্থাৎ পোজিশন ল্যাম্পের সঙ্গে এলইডি হেডল্যাম্প, এলইিডি উইঙ্কার ও এলইডি টেল ল্যাম্প দেওয়া হয়েছে। 
বাইকে এবিএস ফিচার সহ ফ্রন্ট ও রিয়ার দুটিতেই ডিস্ক ব্রেক্স দেওয়া হয়েছে। হোন্ডার এই বাইকে রয়েছে ৬ ওয়াই অ্যালয় হুইলস, কপি কভার ও ইন্টিগ্রেটর এলএডি উইঙ্কার্স দেওয়া হয়েছে।হোন্ডার এই বাইকে উইন্ডস্ক্রিন কিছুটা ওপরে রাখা হয়েছে, যা সচরাচর অ্যাডভেঞ্চার বাইকে দেখা যায়। 


যে বাইকগুলির সঙ্গে টক্কর হবে


হোন্ডার সিবি২০০এক্স তাদের এই সেগমেন্টে Hero XPulse ও Royal Enfield Himalayan  -এর মতো বাইকগুলির সঙ্গে টক্কর দেবে। এই বাইকগুলিও তাদের সেগমেন্টে বেশ জনপ্রিয়তা পেয়েছে। লোকজনের মধ্যে এই বাইকগুলিও বেশ পছন্দের। এখন দেখার হোন্ডার নয়া বাইক এই দুটি বাইকের সঙ্গে কীভাবে টক্কর দেয় এবং সেগুলিকে পিছনে ফেলতে পারে কিনা।