Infinix Smartphones: ইনফিনিক্স সংস্থার স্মার্টফোন (Infinix Smartphone) ক্রমশ জনপ্রিয় হচ্ছে ভারতে। আর তাই দেশে আরও একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে এই সংস্থা। এবার লঞ্চ হওয়ার কথা ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি (Infinix Smart 6 HD) ফোনের। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই ভারতে এই ফোন লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। ভারতে এই ফোনের দাম সম্পর্কেও কিছু জানা যায়নি এখনও। এবার দেখে নেওয়া যাক ইনফিনিক্স (Infinix) কোম্পানির আসন্ন এই ফোনের মূল তিনটি সম্ভাব্য ফিচার। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর এপ্রিল মাসে ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোন ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে লঞ্চ হয়েছে। একই সঙ্গে বাংলা দেশে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স নোট ১২ এবং ইনফিনিক্স হট ১২- এই দুই ফোনও।


ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।

  • ইনফিনিক্সের আসন্ন ফোন তিনটি রঙে ভারতে লঞ্চ হতে পারে। যদিও সেগুলো কী কী জানা যায়নি।

  • ইনফিনিক্স সংস্থা তাদের নতুন ফোনে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি রাখতে চলেছে বলে শোনা গিয়েছে।

  • বলা হচ্ছে, গ্লোবাল মডেলের মতোই ফিচার ও স্পেসিফিকেশন থাকতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টেও।

  • ইনফিনিক্সের আসন্ন এই ফোনে কী প্রসেসর থাকবে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে ২ জিবি র‍্যাম থাকবে বলে শোনা গিয়েছে।

  • ফোনের ডিসপ্লের উপর একটা হোল-পাঞ্চ ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করা থাকতে পারে।

  • এছাড়াও ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে একটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

  • এই ফোনে ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব।

  • ৫০০০ এমএ এইচের ব্যাটারির সঙ্গে ১০ ওয়াটের স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে। ইনফিনিক্স সংস্থার দাবি একবার চার্জ দিলে ৩১ ঘণ্টা পর্যন্ত টক-টাইম পাওয়া যাবে এই ফোনে।


আরও পড়ুন- ভারতে দুটো নতুন ফিচার ফোন লঞ্চ করেছে নোকিয়া, দেখে নিন দাম ও ফিচার