Moto G62 5G: অগস্ট মাসে ভারতে দুটো ফোন লঞ্চ করতে পারে মোটোরোলা (Motorola)। লেনোভো অধিকৃত এই কোম্পানির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে মোটো জি৩২ (Moto G32) ফোন লঞ্চ হবে আগামী ৯ অগস্ট। সম্প্রতি শোনা গিয়েছে, মোটোরোলা ‘জি’ সিরিজের (Motorola G Series) আরও একটি ফোন এই অগস্ট মাসেই লঞ্চ হতে পারে দেশে। এবার লঞ্চ হতে চলেছে মোটো জি৬২ ৫জি (Moto G62 5G) ফোন। আগামী ১১ অগস্ট এই ফোন লঞ্চ হওয়ার কথা ভারতে। এর পাশাপাশি মোটো জি৩২ এবং মোটো জি৬২- এই দুই ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে।
ভারতে মোটো জি৩২ এবং মোটো জি৬২ ৫জি- এই দুই ফোনের সম্ভাব্য দাম
শোনা গিয়েছে, মোটো জি৩২ ফোনের দাম হতে পারে ১১ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকার মধ্যে। অন্যদিকে, মোটো জি৬২ ৫জি ফোনের দাম হতে পারে ১৫ হাজার টাকা থেকে ১৭ হাজার টাকার মধ্যে। তবে এই দুই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের রঙ এবং র্যাম ও স্টোরেজ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মোটো জি৩২ ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বলে জানা গিয়েছে। তবে মোটো জি৬২ ৫জি ফোন কবে লঞ্চ হবে এবং তা কোথা থেকে কেনা যাবে সেই ব্যাপারে নিশ্চিতভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
মোটো জি৬২ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৫ ইঞ্চির একটি ফিল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর থাকতে পারে মোটো জি৬২ ৫জি ফোনে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র্যাম।
- মোটো জি৬২ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসরও থাকার কথা শোনা গিয়েছে।
- মোটো জি৬২ ৫জি ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। ফোনের সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
আরও পড়ুন- মোটোরোলা 'জি' সিরিজের নতুন বাজেট ফোন মোটো জি৩২ আসছে ভারতে, কবে লঞ্চ?