PM Modi Launch 5G in India: জল্পনার শেষ, ভারতে শুরু হয়ে গেল ৫জি যুগ। দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 5G ইন্টারনেট পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতেই বিশ্বের উন্নত প্রযুক্তির দেশগুলির মধ্য়ে নাম লেখাল ভারত।  রিলায়েন্স জানিয়েছে, দীপাবলি উপলক্ষে দেশের ১৩টি শহরে 5G পরিষেবা চালু করবে Jio। এর পর দেশে আনুষ্ঠানিকভাবে 5G পরিষেবা চালু হবে।


5G পরিষেবা ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশ ব্যবহার করছে।  জেনে নিন, এই মুহূর্তে ভারতে ইন্টারনেট গতির অবস্থা কী । ভারতের গ্রামীণ এলাকায় 5G ইন্টারনেট পরিষেবা পৌঁছতে কত সময় লাগবে।


5G Launch : ইন্টারনেটের গতির যুদ্ধে প্রথম দশে নেই ভারত 
আমরা যদি ইন্টারনেট গতির কথা বলি, তাহলে সৌদি আরবে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। OpenSignal-এর রিপোর্ট বলছে, সৌদি আরবে মোবাইল ব্যবহারকারীরা 414.2 Mbps ডাউনলোড স্পিড পান। অর্থাৎ গতির দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব। অন্যান্য দেশে গতির অবস্থা সম্পর্কে জানতে নিচের তালিকা দেখে নিন। 


সৌদি আরব - 414.2 Mbps
দক্ষিণ কোরিয়া - 312.7 Mbps
অস্ট্রেলিয়া - 215.7 Mbps
তাইওয়ান - 210.2 Mbps
কানাডা - 178.1 Mbps
সুইজারল্যান্ড - 150.7 Mbps
হংকং - 142.8 Mbps
যুক্তরাজ্য - 133.5 Mbps
জার্মানি - 102.0 Mbps
নেদারল্যান্ডস এবং আমেরিকা - 79.2 Mbps


ভারতে ইন্টারনেট গতির কথা বললে, গাজিয়াবাদ জেলায় 50.9 এমবিপিএস ডাউনলোডের গতি পাওয়া যায়। পুরো দেশের কথা বললে, ব্যবহারকারীরা ফিক্সড ব্রডব্যান্ড সংযোগ থেকে গড়ে 30 থেকে 35 Mbps এর মধ্যে গতি পান।


5G কবে পৌঁছে যাবে ভারতের গ্রামে ?
Reliance Jio, Airtel এবং Vodafone-Idea দেশের প্রতিটি কোণায় 5G ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। জিও দেশের প্রতিটি গ্রামে 5G ইন্টারনেট পরিষেবা আনতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা বলেছে।  কারিগরি বিশেষজ্ঞদের মতে, এই পরিষেবা গ্রামে গ্রামে পৌঁছতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে। পাশাপাশি মোবাইল কোম্পানিগুলিও দাবি করছে যে, তারা ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি কোণায় 5G পরিষেবা পৌঁছে দেবে।


5G Service: কত দ্রুত পরিষেবা পাবেন আপনি ?
5G পরিষেবা চালু হওয়ার পর দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে বলেই মনে করছে শিল্পমহল। টেলিকম অপারেটররা আগেই রাজ্যগুলিতে এই পরিষেবাগুলি চালু করার জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই সব রাজ্যের জন্য একটি সাধারণ পোর্টাল তৈরি করা হয়েছে। নতুন এই প্রযুক্তি বিপ্লবের পর মাত্র ৩ সেকেন্ডে ডাউনলোড করা যাবে ৩ ঘণ্টার সিনেমা। এখানেই শেষ নয় , ২০ জিবিপিএস স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারী। ফলে চোখের পলকে ভিডিয়ো থেকে অনলাইনের কাজ করা যাবে সহজেই।