Apple Iphone Update: কোভিডে কাবু চিনে আর পণ্য় উৎপাদনের ঝুঁকি নিতে চাইছে না অ্য়াপল। যার সুফল ভোগ করতে চলেছে ভারত। রিপোর্ট বলছে, ২০২৭ সালের মধ্য়েই বিশ্বের ৫০শতাংশ আইফোন ভারতে উৎপাদন করবে অ্যাপল। 


iPhone Production India: কী বলা হয়েছে রিপোর্টে ?
সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান চিনা সরবরাহকারীদের ওপর নির্ভর করতে চাইছে না অ্যাপল। সম্ভবত ২০২৭ সালের মধ্যেই  আইফোন উত্পাদনের ৫০ শতাংশ ভারতে স্থানান্তর করতে পারে ভারত। টেক সাইটগুলির রিপোর্ট আরও বলছে, চিনে কোভিডের কারণে ভেঙে পড়েছে অর্থনীতি। সেই কারণে আইফোনের চাহিদাও কমেছে দেশে। সেই কারণেও চিন থেকে সরবরাহকারীদের আর ফোন তৈরির বরাত দিতে রাজি নয় অ্য়াপল।


Apple Iphone Update: অ্যাপল আইফোন আপডেট
তবে শুধু চিনের রিপোর্টই নয়। একই কথা বলছে, ব্লুমবার্গের একটি প্রতিবেদন। যেখানে বিজনেস সাইটটি বলেছে,বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে অ্যাপল চিনের বাইরে তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে। অ্যাপলের সবচেয়ে বড় আইফোন সরবরাহকারীতাইওয়ানের ফক্সকন টেকনোলজি ও পেগাট্রন কর্পোরেশন চলতি বছরই তাদের বিস্তার পরিকল্পনায় দক্ষিণ-পূর্ব এশিয়াকে অন্তর্ভুক্ত করেছে ।


iPhone Production India: কী হয়েছে চিনে ?
সম্প্রতি চিনে কঠোর কোভিড -19 নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। যে কারণে অ্যাপলের বৃহত্তম সরবরাহকারী ঝেংঝুতে ফক্সকনের উত্পাদন ব্যাহত হয়। Foxconn-এর বৃহত্তম আইফোন উত্পাদন কারখানায় বিঘ্নিত হওয়ার কারণে অ্যাপলের ৬ মিলিয়ন আইফোন প্রো মডেলের  উৎপাদন অনেকটাই ধাক্কা খায়। গত বছর সবচেয়ে বেশি চাহিদাযুক্ত হ্যান্ডসেটের তালিকায় ছিল আইফোন 14 প্রো ও আইফোন 14 প্রো ম্যাক্স । 


Tech News: নতুন বছরে আপনি যদি একটি প্রিমিয়াম মোবাইল ফোন কেনার কথা ভাবেন,তাহলে দেখতে পারেন এই আইফোনের মডেলটি।  আপনি এখন  Apple এর iPhone 14 মডেলটি 33,000 টাকা ছাড়ে কিনতে পারবেন Apple গত বছরই iPhone 14 সিরিজ লঞ্চ করেছিল। iPhone 14 লঞ্চ হওয়ার পরে এখন সবথেকে কম দামে অফার প্রাইসে পাওয়া যাচ্ছে।


বাজারে iPhone 14-এর দাম 79,990 টাকা,যদিও ডিসকাউন্টের পরে এটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ 73,990 টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এ ছাড়াও এই স্মার্টফোনে গ্রাহকদের আরও অনেক অফারের সুবিধা দেওয়া হচ্ছে।


iPhone 14 : এটি একটি বিশেষ অফার
আপনি 73,990 টাকায় Flipkart থেকে iPhone 14-এর 128GB ভেরিয়েন্ট কিনতে পারবেন। এছাড়াও, আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে লেনদেন করেন, সেই ক্ষেত্রে মোবাইল ফোনে আপনি 4,000 টাকার তাত্ক্ষণিক ছাড় পাবেন। এর মাধ্যমে মোবাইল ফোনের দাম 70,990 টাকায় নেমে আসবে। পাশাপাশি এই স্মার্টফোনে এক্সচেঞ্জ অফারের সুবিধাও দেওয়া হচ্ছে। যার মাধ্যমে আপনি 23,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এর জন্য আপনার পুরনো স্মার্টফোনটি ভাল অবস্থায় থাকতে হবে। আপনি যদি সব অফারের সুবিধা নেন, তাহলে সর্বনিম্ন অর্থাৎ 46,990 টাকায় iPhone 14 কিনতে পারবেন।