iQoo Smartphones: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। আইকিউওও ১২ (iQoo 12) এবং আইকিউওও ১২ প্রো (iQoo 12 Pro)- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে আগামী সপ্তাহে। আগামী ৭ নভেম্বর এই দুই ফোন লঞ্চ হবে। আইকিউওও ১২ সিরিজের (iQoo 12 Series) এই দুই ফোন পরে ভারতে লঞ্চ হবে বলেও শোনা গিয়েছে। শোনা যাচ্ছে, আইকিউওও ১২ এবং আইকিউওও ১২ প্রো - এই দুই ফোনে থাকবে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে। তাদের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই দুই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। গুগলের লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট থাকতে পারে এই দুই ফোনে। এছাড়াও আইকিউওও ১২ সিরিজের ভ্যানিলা এবং প্রো মডেলে ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরও এই স্মার্টফোন সিরিজে থাকার সম্ভাবনা রয়েছে।
শোনা যাচ্ছে, আইকিউওও ১২ প্রো ফোনে স্যামসাংয়ের E7 AMOLED স্ক্রিন থাকতে পারে যেখানে ইউজাররা ২কে রেজোলিউশনের এফেক্ট পেতে পারেন। অন্যদিকে আইকিউওও ১২ ফোনে একটি BOE OLED ডিসপ্লে থাকতে পারে যেখানে ১.৫ কে রেজোলিউশন পাওয়া যেতে পারে। আইকিউওও ১২ সিরিজের ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি OmniVision OV50H সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারও যুক্ত থাকতে পারে। এছাড়াও তাহকতে পারে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর, ৬৪ মেগাপিক্সেলের OV64B টেলিফটো সেনসর, তার সঙ্গে ৩এক্স অপটিকাল জুম এবং ১০০ এক্স ডিজিটাল জুম থাকতে পারে। দুটো ফোনেই ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই দুই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকতে পারে। আইকিউওও ১২ প্রো মডেল একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। কানেক্টিভিটি অপশন হিসেবে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪ সাপোর্ট থাকতে পারে।
আইকিউওও ১২ প্রো ফোনে ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে আইকিউওও ১২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। ডুয়াল স্টিরিও স্পিকারও থাকতে পারে এই দুই ফোনে। আপাতত চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজ। কালো, লাল এবং সাদা রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, আগামী দিনে ভারতেও আসবে আইকিউওও ১২ সিরিজের এই দুই ফোন।
আরও পড়ুন- ২০ বছর আগে লঞ্চ হওয়া স্যামসাংয়ের প্রথম ফ্লিপ ফোনের আদলে আসছে স্পেশ্যাল মডেল