Lava 5G Phone: ভারতে আসছে লাভা ব্লেজ ২ ৫জি ফোন, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে?

Lava Blaze 2 5G: এই ফোনের পিছনের অংশে গোলাকার ক্যামেরা মডিউলে দুটো ক্যামেরা লেন্স এবং একটি রিং লাইট থাকতে পারে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে।

Continues below advertisement

Lava 5G Phone: লাভা ব্লেজ ২ ৫জি (Lava Blaze 2 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ২ নভেম্বর এই ফোন দেশে লঞ্চ হতে চলেছে বলে জানা গিয়েছে। এর আগে লাভা ব্লেজ ২ ৪জি (Lava Blaze 2 4G) ফোনও ভারতে লঞ্চ হয়েছে। এই মডেল লঞ্চের ৬ মাসের মাথায় ৫জি ফোন (5G Phone) লঞ্চের কথা জানিয়েছে কোম্পানি। প্রসঙ্গত উল্লেখ্য, লাভা (Lava Smartphone) ভারতের নিজস্ব সংস্থা। বিগত কয়েক বছর ধরেই সাধ্যের দামের মধ্যে এই সংস্থা স্মার্টফোন লঞ্চ করছে। এর আগেও ৫জি ফোন লঞ্চ করেছে লাভা সংস্থা। এবার আসছে লাভা ব্লেজ ২ ৫জি মডেল। এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। এই ফোনের রেয়ার প্যানেলে একটি গোলাকার ক্যামেরা মডিউল থাকতে পারে। তিনটি রঙে লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ ২ ৫জি ফোন। লাভা সংস্থা একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে এই ফোনের ডিজাইন এবং রঙ। এক্স মাধ্যমে এই টিজার ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে ২ নভেম্বর দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে। আর ফোন লঞ্চের লাইভস্ট্রিম ইভেন্ট দেখা যাবে লাভা সংস্থার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। কালো, হাল্কা নীল এবং বেগুনি রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। ফোনের পিছনের অংশে গোলাকার ক্যামেরা মডিউলে দুটো ক্যামেরা লেন্স এবং একটি রিং লাইট থাকতে পারে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। অনুমান ভারতে লাভা ব্লেজ ২ ৫জি ফোনের দাম ৯০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যেই শুরু হবে। 

Continues below advertisement

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো সংস্থার 'এ' সিরিজের নতুন ৫জি ফোন 

ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৯ ৫জি ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। গ্লোয়িং গ্রিন এবং মিস্ট্রি ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ করেছে ওপ্পো সংস্থা। ওপ্পো ই-স্টোরের পাশাপাশি এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকেও। আর পাওয়া যাবে দেশের বিভিন্ন রিটেল স্টোরে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ওপ্পো এ৭৯ ৫জি ফোনে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে এই ফোনে ২৬ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে বলে দাবি করেছে ওপ্পো সংস্থা। ওপ্পো এ৭৮ ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৯ ৫জি ফোন।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবার 'মেসেজ রিঅ্যাকশন ফিল্টার' ফিচার, অ্যাডমিনরা কী সুবিধা পাবেন?

Continues below advertisement
Sponsored Links by Taboola