নয়াদিল্লি : কিছুদিন আগেই জানা গিয়েছিল, ভারতে নতুন স্মার্টফোন জি২০ লঞ্চ করেছে নোকিয়া। কিন্তু ঠিক কবে থেকে দেশের মানুষ এই স্মার্টফোন কিনতে পারবেন, তার কোনও নির্দিষ্ট দিন তখনও জানানো হয়নি। এবার পাওয়া গেল সেই তথ্য। জানা যাচ্ছে যে, আগামী ১৪ জুলাই থেকে ক্রেতারা এই ফোন হাতে পাবেন। পাশাপাশি একমাস আগে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করেছিল নোকিয়া C01 প্লাস ফোনটি। শোনা যাচ্ছে, এই ফোনটিকেই ভারতে লঞ্চ করতে চলেছে HMD। আর এই ফোন বাজেটের মধ্যেই থাকতে চলেছে বলে মনে করা হচ্ছে।


এক ঝলকে দেখে নিন কী কী ফিচার রয়েছে নোকিয়া C01 প্লাস ফোনটিতে-
১. ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে।
২. ডুয়েল সিম।
৩. অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।
৪. ২ জিবি RAM।
৫. ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৬. ৫ মেগাপিক্সেল মেন ক্যামেরা।
৭. ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৮. নীল এবং পার্পেল এই দুটি রঙে ফোনটি পাওয়া যাবে। 
৯. ৪জি।
১০. 3000mAh ব্যাটারি।


নোকিয়া C01 প্লাস ফোনটি ভিয়েতনামে পাওয়া যাচ্ছে ১,৮৯০,০০০ VND-তে। যা ভারতীয় মুদ্রায় ৬ হাজার ১৩০ টাকার মতো। অর্থাৎ, এর থেকেই বোঝা যাচ্ছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে সাধপূরণ করার জন্য দুর্দান্ত ফিচার সম্পন্ন এই স্মার্টফোন নিয়ে এসেছে নোকিয়া। আর অবশ্যই এই স্মার্টফোনের বাজেট সাধ্যের মধ্যেই থাকছে। ভারতেও নোকিয়ার এই স্মার্টফোন পাওয়া যেতে পারে ৬ হাজার টাকার আশপাশে। জানা যাচ্ছে এমনটাই। তবে, ঠিক কবে এই স্মার্টফোনটি লঞ্চ হবে ভারতে, সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি।


প্রসঙ্গত, এই মুহূর্তে HMD নোকিয়া জি২০ ফোনটির ফার্স্ট সেলের প্রস্তুতি নিচ্ছে। নোকিয়া জি২০ স্মার্টফোনটি গ্রাহকরা কতটা পছন্দ করেন, সেটা দেখাই এখন প্রধান লক্ষ্য এই সংস্থার। নোকিয়া জি২০ স্মার্টফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ৪ জিবি RAM, ৬৪ জিবি এবং ১২৮ জিবির স্টোরেজ। ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ব্যাক ক্যামেরা সিস্টেম রয়েছে। এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। নোকিয়া জি২০ ফোনটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা।