Tech News: অ্যাপলের পর এবার ভারতে কোম্পানির অফিসিয়াল স্টোর খুলতে চলেছে নাথিং ফোন। সবথেকে বড় বিষয়, বিশ্বে এখনও পর্যন্ত তাদের একটাই ফোন লঞ্চ করেছে কোম্পানি। তাদের আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলে দিয়েছে এই সংস্থা।


Apple India Store: অ্যাপল সম্প্রতি মুম্বই ও দিল্লিতে তাদের অফিসিয়াল স্টোর খুলেছে। অ্যাপলের পর এখন মোবাইল ফোন নির্মাতা নাথিংও শীঘ্রই ভারতে তাদের স্টোর খোলার কথা ভাবছে। কোম্পানির স্মার্টফোনটিও নাথিং ফোন নামেই পরিচিত। নাথিং ফোন ১ লঞ্চ করার পর কোম্পানি এতে ১০টি সফটওয়্যার আপডেট এনেছে। কিছুক্ষেত্রে ফোনের অভিজ্ঞতা ও সমস্যা মেটাতেই এই কাজ করেছে কোম্পানি। 


Nothing Phone 2: নতুন পণ্য আগের থেকে ভাল হবে
নাথিং ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার মনু শর্মা জানিয়েছেন, কোম্পানি তার প্রথম স্মার্টফোন লঞ্চ থেকে অনেক কিছু শিখেছে। যে সব বিষয়ে মনোযোগ দেওয়া দরকার সেগুলি যত্ন নেওয়া হয়েছে। কোম্পানি এই বছর তার দ্বিতীয় স্মার্টফোন অর্থাৎ নাথিং ফোন 2 লঞ্চ করবে, যা একটি ফ্ল্যাগশিপ ডিভাইস হবে। এখন ফ্লিপকার্টে নাথিং ফোন 1 এর রেটিং 4.4 হয়ে গেছে যা আগে 4.2 ছিল। আমরা এই স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৩ দিচ্ছি। যার প্রতিক্রিয়াটি দুর্দান্ত ছিল। নাথিং সম্প্রতি নাথিং ইয়ার 2 লঞ্চ করেছে যা ANC এর সঙ্গে পাওয়া যায়। শর্মা জানিয়েছেন,  কোম্পানির এই প্রডাক্ট ফ্লিপকার্টে দুর্দান্ত প্রতিক্রিয়া পেয়েছে, সবাই এতে 4.4 রেটিং দিয়েছে।


নাথিংয়ের স্টোর কবে খুলবে ?
এই বিষয়ে মনু শর্মা জানান,  কোম্পানির স্মার্টফোনগুলি এখন ভারতে ২০০০ টিরও বেশি স্টোরে পাওয়া যায়। আমাদের পণ্যের পোর্টফোলিও বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানিটি আগামী বছরের মধ্যে ভারতে তার রিটেল স্টোর খুলতে পারে। বর্তমানে, কোম্পানি তার আসন্ন স্মার্টফোন Nothing Phone 2-এ মনোযোগ দিচ্ছে, যা এই বছর লঞ্চ হতে পারে। নাথিং ফোন ওয়ানের মতো এই ফোনের ডিজাইনও হবে খুবই ইউনিক।


Tech News: সম্প্রতি মুম্বইয়ে স্টোর খুলেছে অ্যাপ। নিজে দাঁড়িয়ে থেকে স্টোরের দরজা খুলে দিলেন অ্যাপলের সিইও টিম কুক। টেক ব্লগাররা বলছেন, বিশ্বের উন্নত দেশগুলির থেকে অনেকটাই আলাদা মুম্বইয়ের অ্যাপল স্টোর। 


১ এই দোকানের বিশেষ বিষয় হল এখানে কৃত্রিম আলোর ব্যবহার কম রাখা হয়েছে, স্টোরের পুরো কাজটাই হবে প্রকৃতির আলোতে। 
২ পুরো দোকানের ভিতরে প্রাকৃতিক আলো দেখা যাবে, যা একটি বড় কাচ থেকে আসবে।


৩ এই স্টোরে আপনি অ্যাপলের সব পণ্য দেখতে পাবেন, যা কোম্পানি লঞ্চ করেছে। একটি ছোট স্মার্টওয়াচ কভার থেকে শুরু করে ম্যাকবুকের সর্বশেষ মডেল পর্যন্ত, এখানে আপনি প্রতিটি ডিজাইন, রং, স্টোরেজ ভেরিয়েন্ট ইত্যাদি সবকিছুই পাবেন। 
৪ এখানে আপনি ম্যাক স্টুডিও ও এর ডিসপ্লে দেখতে পাবেন যা এখন পর্যন্ত খুব কমই থার্ড পার্টিতে দেখা যায়। 


আরও পড়ুন : ChatGPT vs Human: ছাত্রদের সঙ্গে অ্যাকাউন্টসের পরীক্ষা দিল চ্যাটজিপিটি, রেজাল্ট জানলে চমকে যাবেন