কলকাতা: নাথিং ফোন ১- এর (Nothing Phone 1) প্রি-অর্ডার শুরু হতে চলেছে ভারতে। ১ জুলাই থেকে ফ্লিপকার্টে (Flipkart) এই ফোনের প্রি-বুকিং শুরু হবে। আগামী ১২ জুলাই এই ফোন লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, নাথিং ফোন ১- এর দাম ৩০ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও এখনও নাথিং (Nothing) সংস্থা তাদের সেমি-ট্রান্সপারেন্ট ফোনের দাম ঘোষণা করেনি। এই ফোন কেনার ক্ষেত্রেও রয়েছে বিশেষ শর্ত। নাথিং সংস্থার তরফে আপনার কাছে স্পেশ্যাল ইনভাইট না এলে এই ফোন আপনি কিনতে পারবেন না। এর পাশাপাশি শোনা গিয়েছে যেম ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে যেমন নাথিং ফোন ১ অনলাইনে কেনা যাবে, তেমনই রিলায়েন্স ডিজিটালের মাধ্যমে অফলাইনে কেনা যাবে এই স্মার্টফোন।


৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে নাথিং ফোন ১। কালো রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। একনজরে এই ফোনের বিভিন্ন সম্ভাব্য ফিচারগুলো দেখে নিন।


সেমি ট্রান্সপারেন্ট ফোন- এতদিন যত স্মার্টফোন দেশে লঞ্চ হয়েছে তার থেকে একদম আলাদা হতে চলেছে নাথিং (Nothing) সংস্থার এই ফোন। কারণ এই ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশ হল ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ। এখানে আবার আলো জ্বলে ওঠার ফিচারও থাকতে চলেছে। ইতিমধ্যেই নাথিং কোম্পানি তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় এই ফোনের পিছনের অংশের ছবি প্রকাশ করেছে। আর সেখানেই এই সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দেখা গিয়েছে।


প্রসেসর ও ডিসপ্লে- স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ চিপ থাকতে পারে নাথিং ফোন ১-এ। এছাড়াও এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১২ সাপোর্টও থাকার সম্ভাবনা রয়েছে নাথিং সংস্থার এই ফোনে। ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।


ক্যামেরা ফিচার্স- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে নাথিং ফোন ১-এ। এখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে।  ৪কে ভিডিয়ো রেকর্ডিংয়ের ক্ষমতা রাখে এই ক্যামেরা।


আরও পড়ুন- আসছে শাওমি ১২ সিরিজ, থাকবে Leica ব্র্যান্ডের ক্যামেরা, দেখুন অন্যান্য সম্ভাব্য ফিচার