Nothing Phone 2a: নাথিং (Nothing) সংস্থা সম্ভবত লঞ্চ করতে চলেছে নতুন একটি স্মার্টফোন (Smartphone)। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে নাথিং সংস্থার একটি নতুন মডেলের নাম দেখা গিয়েছে। টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে একথা জানিয়েছেন। সেখানে ফোনের মডেল নম্বর দেওয়া হয়েছে A142। এদিকে নাথিং ফোন ২এ- এর মডেল নম্বর AIN142। অনুমান, এই দুই মডেল নম্বর একই ফোনের। তাহলে এবার নাথিং ফোন ২এ লঞ্চ করতে চলেছে সংস্থা। এটি আগের দুই ফোনের তুলনায় কম দামের হতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে। তবে ভারতের বাজারে আদৌ নাথিং ফোন ২এ লঞ্চ হবে নাকি হবে না, সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি সংস্থার তরফে। 


প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২ লঞ্চ হয়েছে ভারতে। টিপস্টার অভিষেক যাদবের কথায় নাথিং ফোন ২এ মডেলে আগের দুই মডেলের তুলনায় ভিন্ন সাইজের ব্যাটারি থাকার সম্ভাবনাও রয়েছে। ২০২৩ সালে নাথিং ফোন ২ লঞ্চ হয়েছে ভারতে। ২০২২ সালে লঞ্চ হয়েছিল নাথিং ফোন ১। এই দুই ফোনই ভারতে লঞ্চ হয়েছিল জুলাই মাসে। অনুমান, নাথিং সংস্থার পরবর্তী ফোনও হয়তো জুলাই মাসেই লঞ্চ হবে ভারতে এবং তা হতে পারে আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালে। 


নাথিং ফোন ২এ মডেলে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে বলে মনে করা হচ্ছে



  • আগের দুই ফোনের থেকে দাম কম হবে শোনা যাওয়ায় প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন নাথিং ফোন ২এ মডেলে আগের দুই ফোনের তুলনায় কম গুণমানের হার্ডওয়্যার থাকতে পারে।

  • নাথিং ফোন ২এ মডেলে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে একথা আগে শোনা গিয়েছিল। এর পাশাপাশি অনুমান করা হচ্ছে, দাম কম হলে এই ফোনে LTPO প্যানেল থাকবে না এবং মাঝামাঝি রেঞ্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন কিংবা মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে পারে। 

  • তবে আসন্ন নাথিং ২এ ফোনেও Glyph Interface এবং ট্রান্সপারেন্ট রেয়ার কভার থাকবে বলেই মনে করা হচ্ছে। এই ফোনের যে ছবি ফাঁস হয়ে প্রকাশ্যে এসেছে সেখানে ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপই লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও ডিসপ্লের উপরে মাঝ-বরাবর হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে এবং সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করা থাকবে। 


আরও পড়ুন- অ্যান্ড্রয়েড ফোনে আইফোনের ফিচার, দাম ৭০০০ টাকারও কম, কোন মডেলে পাবেন?