কলকাতা: কনভার্টিবল ল্যাপটপের (Convertible Laptop) দুনিয়ায় পা রাখল টেক জায়ান্ট শাওমি (Xiaomi)। সম্প্রতি লঞ্চ হল তাঁদের নতুন ল্যাপটপ শাওমি বুক এস (Xiaomi Book S)। বলা হচ্ছে, মাইক্রোসফটের সারফেস প্রো এক্স মডেলের সঙ্গে জোরদার পাল্লা দেবে শাওমির এই নতুন ল্যাপটপ। তবে শুধু শাওমি বুক এস নয়, নতুন এমআই ব্যান্ড ৭- এই ফিটনেস ব্যান্ডও লঞ্চ করেছে শাওমি সংস্থা। তাঁদের দাবি, স্লিম এবং স্লিক ডিজাইন ও কনভার্টিবল ফিচার থাকার শাওমি বুক এস ইউজারদের নজর কেড়ে নেবে অনায়াসেই। কোয়ালকমের প্রসেসর রয়েছে শাওমির এই নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপে। এছাড়াও রয়েছে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের সাপোর্ট এবং শক্তিশালী ব্যাটারি যেখানে দীর্ঘক্ষণ চার্জ থাকবে।
কনভার্টিবল ল্যাপটপ- এই ধরনের ল্যাপটপ একটি ট্যাব হিসেবেও ব্যবহার করা হয়েছে। একে টু-ইন-ওয়ান ল্যাপটপও বলা হয়। কনভার্টিবল ল্যাপটপের ক্ষেত্রে স্ক্রিন সবদিকে ঘোরানো সম্ভব হয়। তবে ট্যাব হিসেবে ব্যবহার করলেও এর ওজন অন্যান্য ট্যাবের থেকে কিছুটা বেশিই হয়।
শাওমি বুক এস কনভার্টিবল ল্যাপটপের বিভিন্ন ফিচার
১। চিনের সংস্থা শাওমির প্রথম কনভার্টিবল ল্যাপটপে রয়েছে ম্যাগনেটিক কি-বোর্ড। আলাদা করেও এই কিবোর্ড কেনা সম্ভব।
২। শাওমি বুক এস টু-ইন-ওয়ান ল্যাপটপে শাওমি স্মার্ট পেনের সাপোর্ট রয়েছে।
৩। এই ল্যাপটপে রয়েছে একটি ১২.৩৫ ইঞ্চির WQHD+ IPS ডিসপ্লে। তার উপর সুরক্ষার খাতিরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩- এর কোটিং।
৪। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮সিএক্স জেন ২ প্রসেসর রয়েছে এই ল্যাপটপে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
৫। শাওমি এস বুক ল্যাপটপে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
৬। এছাড়াও থাকছে ডুয়াল স্পিকার। এই ল্যাপটপে ব্লুটুথ ৫.১ সাপোর্ট রয়েছে। আর রয়েছে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই কনভার্টিবল ল্যাপটপের ব্যাটারিতে একবার চার্জ দিলে ১৩.৪ ঘণ্টা চার্জ থাকবে বলে দাবি করেছে সংস্থা।