Realme New Phones: প্রিমিয়াম ফোনের পাশাপাশি এবার বাজেট ফোনেও জোর দিচ্ছে চিনা টেক জায়ান্ট রিয়েলমি। সম্প্রতি চিনে তার নতুন স্মার্টফোন Realme Q5x লঞ্চ করেছে কোম্পানি। তবে এর আগে এই সিরিজের বেশ কয়েকটি স্মার্টফোন চালু করেছে কোম্পানি। যার মধ্যে Realme Q5 Pro, Realme Q5i ও Realme Q5 এর মতো স্মার্টফোন রয়েছে।
Realme Q5x Launch: কত দাম ফোনের ?
কোম্পানি Realme Q5x বাজেট ফোন হিসেবে চালু করেছে। ক্লাউড ব্ল্যাক ও স্টার ব্লু রঙে ফোনটি চালু করা হয়েছে। এর মূল্য চিনের মুদ্রায় 99 ইউয়ান রাখা হয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় 11,700 টাকা।
Realme Q5x এর বৈশিষ্ট্য
১ রিয়েলমির এই ফোনটি ডুয়াল ক্যামেরা সেটআপ দিয়ে লঞ্চ করা হয়েছে।
২ এতে 13 এমপি মেইন ব্যাক ক্যামেরা ও 0.3 এমপি সেকেন্ড ব্যাক ক্যামেরা রয়েছে।ফোনে ফ্ল্যাশ লাইটের সুবিধা দেওয়া হয়েছে।
৩ ফ্রন্ট ক্যামেরার কথা বললে এতে Realme Q5x ফোনে 5 MP-র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
৪ Realme Q5x-এ HD প্লাস ডিসপ্লে-সহ 6.5-ইঞ্চি স্ক্রিনের সঙ্গে পাওয়া যায়। যা 400 নিট উজ্জ্বলতা সাপোর্ট করে। এই ফোনে পাবেন 90 HZ-এর রিফ্রেশ রেট।
৫ প্রসেসরের জন্য Realme Q5x-এ মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর দেওয়া হয়েছে ফোনে।
৬ Realme Q5x-তে পাবেন 4 GB RAM ও 64 GB ইন্টারনাল মেমরি। এর মধ্যে মেমরি বাড়ানোর অপশনও দেওয়া আছে।
৭ Realme Q5x-এ 5000 mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 10W চার্জিং সাপোর্ট করে।
৬ যদি আমরা OS-এর দিকে তাকাই, তাহলে Realme Q5x Android 12 এর উপর ভিত্তি করে Realme UI 3.0 এ চলে।এটি একটি 5G স্মার্টফোন যা 4G সমর্থন করে।
৭ এই ফোনের ওজন রাখা হয়েছে 184 গ্রাম।
৮ Realme Q5x-তে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াই-ফাই ও 3.5 এমএম জ্যাক।
আরও পড়ুন : 5G Mobile Network: এই মাসে দেশে 5G পরিষেবা ! চলতি বছরে ২৫টি শহরে সার্ভিস