Realme GT Neo 3 Naruto Edition: এবার বাজারে তাদের নতুন বিশেষ এডিশন নিয়ে এল Realme। নতুন এনিমে স্মার্টফোন নিয়ে বাজার ধরার প্রস্তুতি নিচ্ছে এই চিনা কোম্পানি। ব্র্যান্ডের জিটি নিও 2 স্মার্টফোনটি সীমিত ড্রাগন বল সংস্করণ আগেই নিয়ে এসেছে কোম্পানি। এখন এনিমে-এডিশন ফোন প্রকাশ করেছে রিয়েলমি। Realme GT Neo 3 Naruto সিরিজের উপর ভিত্তি করে তৈরি কারা হয়েছে।


Realme GT Neo 3: কবে আসতে পারে ফোন ? 
রিয়েলমি চলতি বছরের মার্চে চিনে জিটি নিও 3 স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানি এখন তার দ্রুত চার্জিং স্মার্টফোনের সীমিত সংস্করণ চালু করেছে। শোনা যাচ্ছে, শীঘ্রই বিশ্ববাজারে পাওয়া যাবে এই স্মার্টফোন। 


Realme GT Neo 3 : কী বিশেষ থাকছে এই সংস্করণে ?


রিয়েলমে এই সংস্করণে অন্যান্য থিম যুক্ত করেছে, যার মধ্যে একটি নারুতো-থিমের কেস, একটি কালো ও কমলা চার্জিং অ্যাডাপ্টার ও একটি কালো ইউএসবি টাইপ-সি থেকে টাইপ-সি কেবল পাবেন ফোনে। একটি Naruto- থিমযুক্ত সিম-ইজেক্টর পিন ও 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক রয়েছে ফোনে।


Realme GT Neo 3 এর বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশন


Realme GT Neo 3 (150W ফাস্ট চার্জিং ভ্যারিয়েন্ট) আছে। এটি মিডিয়াটেক 8100 চিপে চলে। এতে 120Hz HDR10+ ও একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এতে পাবেন সিঙ্গল স্টোরেজ ভ্যারিয়েন্ট যাতে 12GB RAM ও 256GB UFS 3.1 স্টোরেজ থাকবে। 


Realme GT Neo 3: কী ক্যামেরা ফোনে ?
এই ফোনে 50MP প্রধান ক্যামেরা, 8MP আল্ট্রাওয়াইড ও 2MP ম্যাক্রো ক্যামেরাও পাওয়া যাবে। এছাড়াও রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে স্টিরিও স্পিকার, NFC, 4500mAh ব্যাটারি ও টাইপ-সি ইউএসবি 2.0 পোর্ট।


Realme GT Neo 3: কত দাম ফোনের ?


Realme GT Neo 3 Naruto ভ্যারিয়েন্টটি সিঙ্গল 12GB RAM / 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 32,274 টাকা। চিনে বিক্রিয শুরু হলেও এখনও ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেনি কোম্পানি।


আরও পড়ুন : Mobile Tips And Tricks: তাড়াতাড়ি শেষ হচ্ছে ডেটা প্যাক ? এই সহজ উপায়ে চলবে বেশিদিন