মিডিয়াটেকের নতুন এই চিপসেট নিয়ে জল্পনার শেষ নেই। টেক ব্লগারদের মতে, বিশ্ববাজারে ধামাকা করে দেবে এই প্রসেসর। যার জেরে প্রতিযোগিতায় পড়তে হবে খোদ কোয়ালকমকে। অবশেষে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে Mediatek Dimensity1200।Realme GT Neo-র হাত ধরেই আসছে এই চিপসেট।
গত মাসেই চিনের বাজারে Realme GT Neo-র আত্মপ্রকাশ ঘটেছে। কোম্পানি দাবি করেছে, Mediatek Dimensity 1200 প্রসেসরের এই ফোন আসলে একটি ক্যামেরা কেন্দ্রিক মডেল। সংস্থার অন্যতম ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে থাকবে এই মডেল। মিডিয়াটেক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ৬ ন্যানো মিটাররে ওপর বেস করে তৈরি করা হয়েছে নতুন এই চিপ। যা পুরোনো জেনারেশনের থেকে ২২শতাংশ বেশি দ্রুত কাজ করতে সক্ষম। ক্যামেরা, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, মোবাইল কানেক্টিভিটি এমনকী গেমিংয়ের জন্যও এই চিপসেট দুর্দান্ত পারফর্ম করবে।
এখনও পর্যন্ত এটাই মিডিয়াটেকের সবথেকে দ্রুত প্রযুক্তির চিপসেট। বহু কোম্পানি তাদের হায়ার এন্ড মোবাইলে ব্যবহার করতে চলেছে এই প্রসেসর। তবে টেক ব্লগারদের মতে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের সঙ্গে তুলনা করা যায় না Mediatek Dimensity 1200-র। বর্তমানে Oneplus 9Pro-তে রয়েছে স্ন্যাপড্রাগনের এই চিপসেট।
এ বিষেয়ে রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও মাধব শেঠ জানান, ৬ ন্যানো মিটারের Mediatek Dimensity 1200-র ফোন শীঘ্রই বাজারে আনবেন সংস্থা। ৩ গিগাহার্টজ ও অক্টাকোর প্রসেসরের এই চিপসেট ব্যাটারি কম খায়।5G ফোনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই চিপসেট। তবে ঠিক কবে ভারতীরে বাজারে Realme GT Neo আসছে তা নিয়ে খোলসা করেননি তিনি।
অনেকের মতে, ৬.৪ ইঞ্চির এই ফোনে থাকতে পারে ১২০ হার্টজের রিফ্রেস রেট। ফোনে থাকতে পারে তিনটি রেয়ার ক্যামেরা। যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার ছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড সেন্সর। সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ৪৫০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি ৫০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকতে পারে নতুন মডেলে।
Realme GT Neo: দেশে প্রথম ডাইমেনসিটি ১২০০ পাওয়ারের ফোন! Realme GT Neo আসছে বাজারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Apr 2021 06:02 PM (IST)
Realme GT Neo Smartphone: মিডিয়াটেকের নতুন এই চিপসেট নিয়ে জল্পনার শেষ নেই। টেক ব্লগারদের মতে, বিশ্ববাজারে ধামাকা করে দেবে এই প্রসেসর। যার জেরে প্রতিযোগিতায় পড়তে হবে খোদ কোয়ালকমকে। অবশেষে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে Mediatek Dimensity1200।Realme GT Neo-র হাত ধরেই আসছে এই চিপসেট।
Realme GT Neo
NEXT
PREV
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
20 Apr 2021 05:57 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -