নয়াদিল্লি: বিশ্বে প্রথম অ্যান্ড্রয়েড ফোনে 'ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং' প্রযুক্তি নিয়ে আসছে রিয়েলমি। নিজেদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে সেই খবর জানিয়েছে সংস্থা। নতুন প্রযুক্তির এই অ্যান্ড্রয়েড ফোনের নাম রাখা হয়েছে Realme Flash।


অ্যাপলের সঙ্গে একেবারে সেয়ানে-সেয়ানে টক্কর। আইফোন ১২-তে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং 'ম্যাগসেফ' টেকনোলজি এনেছিল আমেরিকার টেক জায়ান্ট অ্যাপল। এবার সেই আদলেই 'ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং' আনছে চিনা কোম্পানি রিয়েলমি। নতুন ফোনে ম্যাগডার্ট ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার দিচ্ছে কোম্পানি।


নতুন প্রযুক্তির বিষয়ে সেভাবে খোলসা করেনি কোম্পানি। অফিশিয়াল টিজার দেখে মনে হচ্ছে, ওয়্যারলেস চার্জারে দিলেই আটকে যাবে ফোন। চার্জারে ঠিকভাবে বসেছে কিনা তা আলাদা করে দেখতে হবে না। GSMArena.com-এর রিপোর্ট বলছে, অ্যাপলের ম্যাগসেফ চার্জারের থেকে আকারে বড় হবে এই চার্জার। 


বডি হিট রুখতে চার্জারে ব্যবহার করা হতে পারে ফ্যান। অ্যাপলের চার্জারের তুলনায় ওজনেও ভারী হবে এই 'ম্যাগডার্ট ওয়্যারলেস চার্জার'। চৌম্বকীয় প্রযুক্তি থাকার ফলে ফোনের পিছনেই আটকে যাবে এই চার্জার। টেক ব্লগারদের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবথেকে দ্রুততম চার্জার হতে চলেছে রিয়েলমির ম্যাগডার্ট। ওয়ারলেস হলেও এতে থাকছে ইউএসবি টাইপ সি কানেক্টারের সুবিধা।


Realme Flash-এর সম্ভাব্য স্পেসিফিকেশন


পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে দেওয়া হয়েছে 'কার্ভ ডিজাইন ল্যাঙ্গোয়েজ'। ফোনে থাকতে পারে তিনটে রিয়ার ক্যামেরা। এ ছাড়াও নতুন ফোনে দেওয়া হতে পারে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ ৮৮৮ প্রসেসর। ১২ জিবি-২৫৬ জিবি ভ্যারিয়েন্ট আসার প্রবল সম্ভাবনা রয়েছে ফোনের। অ্যান্ড্রয়েড ১১-এ চলবে রিয়েলমির এই নতুন মডেল। এখনও ফোনের অফিশিয়াল স্পেসিফিকেশন ঘোষণা করেনি কোম্পানি। তবে টেক সাইটগুলির কথা সত্যি ধরলে, আগামী মাসেই লঞ্চ করা হতে পারে এই ফোন।


ভারতের বাজার ধরতে এখন প্রতি মাসেই ফোন লঞ্চের প্রতিযোগিতা শুরু করেছে চিনা ফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। কম দামে বেশি ফিচার দিয়ে বাজেট ফ্ল্যাগশিপ কিলার আনতে চাইছে তারা। ওপো, ভিভো, রিয়েলমি, শাওমি, রেডমি ব্র্যান্ডের নিত্যদিন একের পর এক ফোন লঞ্চ হচ্ছে বাজারে।