Redmi Note 11 Pro Series: দেশের প্রিমিয়াম স্মার্টফোন বৃত্তে পুরোপুরি আধিপত্যের একটা রাস্তা খুঁজে বের করেছে রেডমি। ফের বাজারে নিয়ে আসা হয়েছে Redmi Note Pro Series। ভারতের প্রিমিয়াম স্মার্টফোন গ্রাহকদের মনে রাজার আসন দখল করেছে এই ফোন।
নতুন Redmi Note 11 Pro সিরিজে রয়েছে বড় 6.67 FHD+ AMOLED ডিসপ্লে। 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এই ফোনে। সঙ্গে থাকছে 1200 নিটসের উজ্জ্বল ডিসপ্লে, DCI-P3 কালার গ্যামট ছাড়াও ফোন পাবেন 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। ফোনের ডিসপ্লে আরও সুরক্ষিত করতে কর্নিং গোরিলা গ্লাস 5 বৈশিষ্ট্য দেওয়া হয়েছে ডিভাইসে।এতে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। যাতে রয়েছে 108 মেগাপিক্সেল সেরা মানের ক্যামেরা। ফোনে এই ধরনের ক্যামেরা স্পেকস থাকার কারণে Redmi Note 11 Pro বাজারে 'গেম চেঞ্জার' হতে পারে।
ফোনে এই ধরনের ক্যামেরার বৈশিষ্ট্য প্রমাণ করে, মাঝারি বাজেটের স্মার্টফোনে আগামী দিনেও রাজা থাকবে রেডমি। বর্তমানে রেডমি নোট সিরিজের সঙ্গে কারও তুলনা চলে না। বাস্তবসম্মত দামে সেরা বৈশিষ্ট্য দেওয়ার ক্ষেত্রে রেডমির জুড়ি মেলা ভার। আগামী দিনে Redmi Note 11 Pro সিরিজ লঞ্চে অংশ নিয়ে আপনিও ভারতীয় প্রযুক্তি বিপ্লবে সামিল হতে পারেন। mi.com, Amazon.in, Mi Home ছাড়াও খুচরো দোকানিদের কাছে পাওয়া যাবে এই ফোন।