কলকাতা: দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের (Samsung) ডিভাইস তৈরির আঁতুড়ঘরে জমা রয়েছে প্রায় ৫ কোটি ডিভাইস (Samsung Devices)। তৈরি হয়ে যাওয়ার পরেও এইসব ডিভাইসের বিক্রি শুরু করতে পারেনি স্যামসাং কর্তৃপক্ষ। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে যে স্যামসাংয়ের বিভিন্ন ডিভাইসের চাহিদা নাকি একধাক্কায় অনেকটা কমে গিয়েছে। আর সেই জন্যেই স্যামসাংয়ের ইনভেন্টরিতে জমা হয়েছে এই বিপুল পরিমাণ ডিভাইস। TheElec-এর একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে যে, এই সমস্ত জমে থাকা ডিভাইসের মধ্যে নাকি বেশিরভাগই স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের স্মার্টফোন (Samsung Galaxy A Series Smartphone)।


কিন্তু শুধুই কি চাহিদা কমে যাওয়া? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ?


বিশেষজ্ঞদের একাংশের মতে এই বিপুল সংখ্যক স্যামসাং ডিভাইস জমে থাকার আরও একটি অন্যতম কারণ হল চিনে করোনার কারণে শুরু হওয়া লকডাউন। এছাড়াও ফোন নির্মাণের কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়া এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধও অনেকভাবে প্রভাব ফেলেছে। আর তাঁর জেরেই বিপুল পরিমাণ স্যামসাং ডিভাইস যার বেশিরভাগই আবার স্মার্টফোন বলে মনে করা হচ্ছে, সেগুলো এখনও জমে রয়েছে। এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ্য গত মে মাসে স্যামসাং সংস্থা তাঁদের বিভিন্ন সরবরাহকারীদের থেকে উপকরণ কিনবে না বলে জানিয়েছিল। অনুমান, ডিভাইসের কম চাহিদার কারণেই এই পদক্ষেপ নিয়েছিল স্যামসাং কর্তৃপক্ষ।


ভারতের বাজার ধরতে উদ্যত স্যামসাং


এর আগে চলতি বছর মার্চ মাসে এবিপি লাইভকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে স্যামসাং সংস্থার তারা।জানানো হয়েছিল যে ভারতের স্মার্টফোনের বাজারের ৪০ শতাংশ দখল করার লক্ষ্যে এগোচ্ছে তারা। এক্ষেত্রে ২০ থেকে ৪০ হাজার টাকার ফোনই মূলত রাখা হবে বলে জানিয়েছিল সংস্থা। ২০২২ সালের প্রথম ভাগেই (জানুয়ারি থেকে জুন) এই লক্ষ্যমাত্রা পূরণের পরিকল্পনা ছিল স্যামসাং কর্তৃপক্ষের।


তবে আপাতত স্যামসাংয়ের একাধিক ডিভাইস মূলত গ্যালাক্সি ‘এ’ সিরিজের ফোন আটকে থাকার কারণে এই লক্ষ্যমাত্রা কতটা পূরণ হয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজে মাঝামাঝি রেঞ্জের বিভিন্ন স্মার্টফোন রয়েছে। তবে বেশ কিছু ফ্ল্যাগশিপ এন্ট্রি লেভেল ডিভাইস অর্থাৎ একটু হাই-রেঞ্জের ফোনের মতো ডিভাইসও থাকে এই সিরিজে। সেখানে ফোনের দাম কম হলেও ফিচার এবং স্পেসিফিকেশন থাকে তাক লাগানোর মতো। ভারতের বাজারে এইসব স্মার্টফোনের চাহিদাও বেশ ভালই।


আরও পড়ুন- ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নয়া ফোন, কম দামে দুরন্ত ফিচার