কলকাতা: বাজারে এসে গেল স্যামসাঙ (samsung) ট্যাবের বহু প্রতীক্ষিত সিরিজ। ২১ ফেব্রুয়ারি, সোমবার বাজারে এসেছে স্যামসাঙ গ্যালাক্সি ট্যাব s8-এর তিনটি ভ্যারিয়েন্ট (variant)। সেগুলি হল, ট্যাব s8 আল্ট্রা, ট্যাব  s8+ এবং ট্যাব s8। দেখে নিন, প্রতিটি ভ্যারিয়েন্টে বিশেষ কী সুবিধা রয়েছে, ভারতের বাজারে দামই বা কেমন?


Samsung Galaxy Tab S8 Ultra: ২৫৬ জিবি স্টোরেজের সুবিধে রয়েছে এই মডেলে। সঙ্গত দেবে ১২ জিবি RAM। ওয়াই-ফাইয়ের সুবিধে যুক্ত একটি মডেল রয়েছে। এছাড়া ৫জি সুবিধে থাকা একটি মডেলও পাওয়া যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর (processor) ব্যবহার হয়েছে এই ট্যাবে। স্ক্রিনের আয়তন ১৪.৬ ইঞ্চি। ১২ মেগাপিক্সেলের (12 mp) ডুয়াল ফ্রন্ট ক্যামেরা থাকা এই মডেলে রয়েছে ১৩ ও ৬ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরাও। বেশ বড়সড় ব্যাটারি রয়েছে ট্যাব s8 আল্ট্রাতে। ১১২০০ এমএইচ (mah) এই ব্যাটারি রয়েছে এই মডেলে।


Samsung Galaxy Tab S8: আট জিবি  RAM এবং ১২৮ জিবি মেমোরির সুবিধে রয়েছে এই মডেলে।  ১১ ইঞ্চির টিএফটি (tft) ডিসপ্লে রয়েছে এই মডেলে। স্ন্যাপড্রাগনের অক্টাকোর প্রসেসর থাকছে এই মডেলে। থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা (dual rear camera)। একটি ১৩ মেগাপিক্সেল এবং একটি ৬ মেগাপিক্সেলের। ওই মডেলে থাকছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও। 


Samsung Galaxy Tab S8+: ১২.৪ ইঞ্চির স্ক্রিন সুপার অ্যামোলেড (super amoled) ডিসপ্লে রয়েছে এই মডেলে। এখানেও থাকছে অক্টাকোর প্রসেসর। RAM এবং মেমোরির পরিমাণ ট্যাব s8 এর মতোই। ভিডিও চ্যাটের সুবিধের জন্য এই মডেলে রয়েছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা (front camera)।
    
কত দাম?
ভারতের বাজারে Galaxy Tab S8 Ultra-এর ওয়াইফাই ভ্যারিয়েন্টের দাম পড়বে ১, ০৮,৯৯৯ টাকা। ৫জি ভ্যারিয়েন্টের দাম ১,২২,৯৯৯ টাকা।  Galaxy Tab S8+ এর ওয়াইফাই ভ্যারিয়েন্টের দাম পড়বে ৭৪,৯৯৯ টাকা এবং ৫জি ভ্যারিয়েন্টের দাম ৮৭,৯৯৯ টাকা।  Tab S8-এর ওয়াইফাই (wifi) ভ্যারিয়েন্টের দাম ৫৮,৯৯৯ টাকা এবং ৫জি (5G) ভ্যারিয়েন্টের দাম ৭০,৯৯৯ টাকা। 


মিলবে কীভাবে?
লেটেস্ট এই ট্যাব পেতে গেলে আগে বুক (pre order) করতে হবে। ২২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত স্যামসাঙের ওয়েবসাইট বা অথরাইজড ডিলারের কাছে বুক করা যাবে। রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাকের (cashback) সুবিধেও। এই সিরিজের ট্যাব কিনলে বিনামূল্যে কির্বোড পাওয়ার সুবিধেও রয়েছে।


আরও পড়ুন: ২ লাখের বেশি রিভিউ, স্যামসাংয়ের এই ফোনগুলিতে এমন অফার আর পাবেন না