WiFi Speed Increase : বর্তমানে ইন্টারনেট ছাড়া গতি নেই কাজের পরিসরে। আমাদের প্রায় সব ধরনের কাজই এখন স্মার্টফোন বা ল্যাপটপে হয়। আর এই ল্যাপটপ বা স্মার্টফোন ইন্টারনেট ছাড়া অচল। আজকাল ইন্টারনেটের গতি বাড়াতে ওয়াইফাই ব্যবহার করা হয় অফিস ও বাড়িতে। যদিও কখনও কখনও ওয়াইফাইয়ের গতি কম হওয়ায় সমস্যা বাড়ে কাজে। জানেন, বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়েই বাড়াতে পারবেন আপনার ওয়াইফাইয়ের গতি। 


WiFi Speed: ওয়াইফাই স্পিড বাড়ানোর কৌশল


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। যেখানে দেখানো হয়েছে, ঠান্ডা পানীয়ের খালি ক্যান দিয়ে কীভাবে আপনার বাড়ির বা অফিসে ইনস্টল করা ওয়াইফাইয়ের গতি বাড়ানো যায়। 


WiFi Speed Increase: এই কৌশলটি এইভাবে কাজ করে


সোশ্যাল মিডিয়ায় দাবি অনুযায়ী, আপনার ওয়াইফাই স্পিড বাড়াতে ঠান্ডা পানীয়ের খালি ক্যান নিন। এখন মাঝখান থেকে এই খালি ক্যানটি কেটে তারপর আপনার ওয়াইফাই রাউটারের অ্যান্টেনায় এই ক্যানের টুকরোটি ফিট করুন। এই কাজ করার পরে আপনার ওয়াইফাই-এর গতি ও পরিসর উভয়ই অল্প সময়ের মধ্যে বৃদ্ধি পাবে। অনেকেই এই কাজ করার পরে তাদের ওয়াইফাইয়ের গতি বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন।


Disclaimer: এই কৌশলটি সোশ্যাল মিডিয়ার দাবি। এবিপি লাইভ এই বক্তব্যের জন্য কোনওভাবেই দায়বদ্ধ নয়। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভুয়ো দাবি করে। এই কৌশলটি চেষ্টা করুন ও এটি কাজ করে কিনা তা আমাদের জানান।


Wi-Fi better location: ভাল অবস্থান


তবে এ ছাড়াও Wi-Fi-এর অবস্থান তার গতি নির্ভর করে। এই ডিভাইস বা যন্ত্র কেবল সীমিত দূরত্বের মধ্যে সিগনাল বা সংকেত পাঠায়।Wi-Fi এর গতি অনেক কিছুর জন্যই বাধা পায়। দেওয়াল বা আসবাবপত্র তার মধ্যে অন্যতম। মাইক্রোফোন ও ব্লুটুথ স্পিকারের মতো অন্যান্য ডিভাইস থেকে আসা রেডিও তরঙ্গ সিগনালকে ডিসটার্ব বা বিরক্ত করে।তাই রাউটারটি বাড়ির মাঝখানে বা যেখানে আপনি ইন্টারনেট ব্যবহার করেন সেখানে বসানো উচিত।


আরও পড়ুন : Xiaomi 11i 5G Offer : শাওমির এই ৩০ হাজারের ফোন কিনুন ৪ হাজার টাকারও কম দামে