YouTube Premium: দীপাবিলতে ব্যবহারকারীদের জন্য দারুণ অফার নিয়ে এল ইউটিউব। মাত্র  ১০ টাকায় ৩ মাস বিজ্ঞাপন ছাড়া দেখতে পারবেন আপনার প্রিয় ভিডিয়ো।


YouTube Update: কী অফার দিচ্ছে কোম্পানি ?
অনেক সময় ইউটিউবে আসা বিজ্ঞাপনগুলো বিনোদনের মজা নষ্ট করে দেয়। আপনি এই বিজ্ঞাপনগুলি দেখে বিরক্ত হলেও  বন্ধ করতে পারেন না। একমাত্র  প্রিমিয়াম সাবস্ক্রিপশনে টাকা দিলেই নির্ঝঞ্ঝাট দেখা যায় ভিডিয়োগুলি। ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে তাই দীপাবলি উপলক্ষে দারুণ অফার নিয়ে এল ইউটিউব। এখন আপনি মাত্র ১০ টাকায় বিজ্ঞাপন মুক্ত ভিডিও স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। পুরো তিন মাসের জন্য পাবেন এই সুবিধা।


Video Streaming: কেবল এদের জন্য বিশেষ সুবিধা
ইউটিউব কেবল ভারতীয় ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম অ্যাকাউন্টের সাবস্ক্রিপশনের উপর বিশাল ছাড়ের এই আশ্চর্যজনক অফার নিয়ে এসেছে। ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে ব্যবহারকারীদের প্রতি মাসে ১২৯ টাকা খরচ করতে হবে। এই স্কিম অনুসারে তিন মাসে মোট ৩৯৩ টাকা খরচ হবে। তবে ইউটিউবের এই অফারের মাধ্যমে আপনি মাত্র ১০ টাকায় এই সুবিধাটি নিতে পারবেন।


YouTube Premium: সুবিধা নিতে কী করতে হবে আপনাকে ?
১ প্রথমে আপনার YouTube অ্যাকাউন্টে যান ও Get Premium অপশনে ক্লিক করুন।
২ তারপর সেখান থেকে অনলাইনে অর্থ জমা দিন।  এরপরই আপনি এই নতুন অফারটি উপভোগ করতে পারবেন।


YouTube Update: এখানে অফারের সুবিধা রয়েছে
অক্টোবর ও নভেম্বর মাসে উৎসবের আবহে এই অফার দিচ্ছে ইউটিউব।  
ইউটিউবের সস্তা সাবস্ক্রিপশনে বিজ্ঞাপনমুক্ত মিউজিক বাজিয়ে উৎসবের মজা দ্বিগুণ করতে পারেন।
আপনি পরবর্তীকালে ইউটিউবের বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখতে পারবেন এই অফারে।
পরিষেবাটির সুবিধা ডেস্কটপেও পাওয়া যাবে, যাতে আপনি উৎসবের সময় YouTube-এ পুরো পরিবারের সঙ্গে ঘরে বসে সিনেমা উপভোগ করতে পারবেন।
অফারটির সুবিধা ৩ মাস (দীর্ঘ সময়ের জন্য)। আপনি যদি দীপাবলিতে এখনই এই সুবিধা না নিতে চান তাহলে সাবস্ক্রাইব করে পরে এই অফারটির সুবিধা নিতে পারেন।


আরও পড়ুন : Girlfriend Harly Malware: এই 'গার্লফ্রেন্ড' থাকলে মিনিটে খালি হবে অ্যাকাউন্ট, মোবাইলের জন্য খুবই বিপজ্জনক