Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি (Samsung Galaxy F54 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৬ জুন। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম৫৪ ৫জি (Samsung Galaxy M54 5G) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে নতুন ফোন লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এম৫৪ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর চিপসেট। এছাড়াও এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। অনুমান, স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনেও এই ফিচারগুলি থাকতে পারে। আনুষ্ঠানিক লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তার থেকে এই ফোন সম্পর্কে আরও তথ্য জানা গিয়েছে। 


স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনের সম্ভাব্য দাম


শোনা গিয়েছে, এই ফোনের বেস মডেলের দাম ৩৩ হাজার টাকার আশপাশে হতে পারে। এছাড়াও এই ফোনে ৮ জিবি র‍্যাম এবগ ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হতে পারে। তার দাম হতে পারে ৩৫,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনের জন্য ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অর্থাৎ লঞ্চের পর এখান থেকে কেনা যাবে। বর্তমানে এই ফোনের জন্য প্রি-রিজার্ভেশন চালু রয়েছে। ৯৯৯ টাকার বিনিময়ে করা যাবে এই প্রি-রিজার্ভেশন। যেসব গ্রাহক এই প্রি-রিজার্ভেশন করবেন তাঁরা ২০০০ টাকা ছাড় পাবেন ফোনের দামে। 


স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজলিউশন থাকতে পারে এবং এটি একটি AMOLED ডিসপ্লে হতে পারে। এর উপরে থাকতে পারে Corning Gorilla Glass 5 protection। 

  • স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনে একটি ইন-হাউস অক্টা-কোর Exynos 1380 5G চিপসেট থাকতে পারে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। 

  • স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনে একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর, ২ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। কম আলোয় ভাল ছবি তোলা যাবে এই ফোনের ক্যামেরায়।

  • স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ভি ৫.৩- র সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।