Adani Hindenburg Impact: মাত্র এক মাসেই বদলে গেল চিত্রটা। বিশ্বের সেরা ধনীদের তালিকায় তিন থেকে তিরিশে নেমে এলেন গৌতম আদানি (Gautam Adani)। আদানি গ্রুপের তথ্য় বলছে, গত এক মাসে ১২ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে আদানি গোষ্ঠীর (Adani Group)।
Adani Stock Crash: ৪০ বিলিয়ন ডলারের নিচে আদানির সম্পদ
হিন্ডেনবার্গের অভিযোগের জেরে বর্তমানে অনেকটাই কমে এসেছে আদানি গোষ্ঠীর সম্পদ। এখন ৪০ বিলিয়ন ডলারের নিচে দাঁড়িয়েছে সম্পদের পরিমাণ। বিশ্বের ধনী ব্যক্তিদের পরিসংখ্যান বলছে, গত সেপ্টেম্বরে প্রথমবার বিশ্বের তিন ধনী ব্যক্তির তালিকায় উঠে এসেছিলেন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর বাজার বন্ধ হওয়ার পর আদানির মোট সম্পদ ১৪৩ বিলিয়ন ডলারে পৌঁছয়। সেই সময় টেসলার সিইও এলন মাস্ক ছিলেন ধনীদের তালিকায় সবার ওপরে। এরপরে ছিলেন অ্যামাজনের জেফ বেজোস।
Adani Hindenburg Impact: এখন পর্যন্ত মোট ক্ষতি
তবে এখন ধনীদের চিত্র পুরো পাল্টে গেছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, গৌতম আদানির মোট সম্পদ এখন মাত্র ৩৯.৯ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে। গত এক মাসে ৮০ বিলিয়ন ডলারের বেশি লোকসান করেছেন গৌতম আদানি। এক সময় সম্পদের তুলনামূলক হিসেবে মুকেশ আম্বানির থেকে কয়েক মাইল এগিয়ে গিয়েছিলেন গৌতম আদানি। এখন রিলায়েন্স চেয়ারম্যানের মোট সম্পত্তির অর্ধেকেরও কম সম্পদ হয়ে গিয়েছে তাঁর। মুকেশ আম্বানি বর্তমানে ৮১.৭ বিলিয়ন ডলারের সম্পদ সহ বিশ্বের দশম ধনী ব্যক্তি।
Hindenburg Report On Adani: এক রিপোর্টে এত পতন
গত ২৪ জানুয়ারি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিসেবে গোলমালের অভিযোগ আনে আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা। এই শর্ট সেলিং ফার্মের রিপোর্টের জেরেই ধরাশায়ী অবস্থা হয়েছে আদানি গোষ্ঠীর স্টকের। লগ্নি সংক্রান্ত বিষয়ে আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research)একটি রিপোর্টে সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলা হয়। অভিযোগ ওঠে, ভারতের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী লাগাতার শেয়ার দরে কারচুপি করেছে, আর্থিক প্রতারণায় যুক্ত থেকেছে। তার পর থেকেই শেয়ার বাজারে লাগাতার ক্ষতির সম্মুখীন হয়েছেন আদানি।
LIC Loss From Adani: কেন লোকসান সত্ত্বেও ঝুঁকি নিচ্ছে LIC ?
আদানির শেয়ারে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি LIC-র বিনিয়োগ নিয়ে আগেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। সংসদেও মোদি সরকারের বিরুদ্ধে উঠেছে এই প্রশ্ন। কেন আম আদমির জমানো টাকা লোকসানে যেতে দিচ্ছে LIC, তা নিয়ে তোলপাড় হয়েছে ঘরে-বাইরে। যার জেরে মুখ খুলতে বাধ্য হয়েছে এই বিমা সংস্থা।
কোম্পানি জানিয়েছে, আদানি গ্রুপের শেয়ারে পতনের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে তারা। যদিও দেখা গেল, গত ৫০ দিনে আদানির শেয়ারে ধস নামার কারণে ৫০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে LIC-র। আমেরিকার শর্ট সেলিং কোম্পানি হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট প্রকাশ্যে আসতেই এই বিপুল পতনের মুখ দেখেছে কোম্পানি।