নয়াদিল্লি : সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী (Delhi Deputy Chief Minister)। দিল্লি আবগারি মামলায় গ্রেফতার করল সিবিআই। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে (Manish Sisodia) গ্রেফতার করল সিবিআই (CBI)। সকাল ১১টা থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে।


আজ সকাল থেকে মণীশকে জিজ্ঞাসাবাদ করছিল কেন্দ্রীয় এজেন্সি। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু, তিনি এলোমেলো উত্তর দিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করেননি। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের। 


এর আগে দিল্লির উপ মুখ্যমন্ত্রী বলেছিলেন, সাত-আট মাস জেল খাটার জন্য় আমি প্রস্তুত আছি। তাঁর দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তাঁকে আশ্বস্ত করেছেন, পরিবারের দেখভাল তিনি করবেন।


ট্যুইটারে মণীশ লেখেন, 'আমি ভগৎ সিংয়ের ভক্ত। দেশের জন্য তাঁকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।'


পাশে থাকার আশ্বাস দলের সুপ্রিমোর-


একই সুরে অরবিন্দ কেজরিওয়ালও মণীশের জেলবন্দি থাকার সময় তাঁর পাশে থাকার আশ্বাস দিয়ে ট্যুইট করেন, 'যখন আপনি দেশ ও সমাজের জন্য জেলে যাবেন, তখন সেটা অভিশাপ নয়, সেটা গৌরবের। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শীঘ্রই জেল থেকে ফিরে আসুন। সন্তান-বাবা মায়েরা এবং দিল্লিতে আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করব।'


দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ। তার পাশাপাশি আবগারি দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলান। মদের উপর শুল্ক নীতি-দুর্নীতি নিয়ে সম্প্রতি তল্লাশি অভিযানে নামে সিবিআই। মণীশের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানো হয় সাত রাজ্যের আরও ৩১ জায়গায়। গত বছর অগাস্ট মাসে সিবিআই-এর দায়ের করা এফআইআর-এ অভিযুক্তদের তালিকায় একেবারে শীর্ষে নাম ছিল মণীশের। ১১ পাতার রিপোর্টে দুর্নীতি, অপরাধমূলক ষড়য়ন্ত্র এবং ভুয়ো নথি তৈরির অভিযোগ আনা হয়। তার পরই মণীশের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয় বলে খবর ছড়ায়। লুক আউট সার্কুলার জারির অর্থ, অভিযুক্ত ব্যক্তি দেশের বাইরে যেতে পারবেন না। কোথাও কোনও নিয়ম লঙ্ঘন চোখে পড়লে তাঁকে আটক করা হবে সঙ্গে সঙ্গে।


এনিয়ে কেন্দ্রকে একহাত নেন মণীশ। ট্যুইটারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি। লেখেন, 'আপনার সমস্ত অভিযান ব্যর্থ হয়েছে। কিছু পাওয়া যায়নি। এক পয়সার হেরফের ধরা পড়েনি। এখন আবার লুক আউট সার্কুলার জারি করা হয়েছে যে, মণীশ শিসোদিয়াকে পাওয়া যাচ্ছে না। এটা কেমন নাটক মোদিজি? আমি তো প্রকাশ্যে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছি। বলুন, কোথায় আসতে হবে? আপনি আমাকে খুঁজে পাচ্ছেন না?'


আরও পড়ুন ; মণীশ শিসোদিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস ? যা বলল সিবিআই...