Help Me Write: আপনি কি সঠিক ভাবে ইমেল (Emai) লিখতে পারেন না? মেল (Mail) এলে জবাবের বয়ানে কী লিখবেন বুঝতে পারেন না? এরকম সমস্যা থাকলেও আর সমস্যা নেই। কারণ ইউজারদের সুবিধার জন্য গুগল (Google) জিমেলে (Gmail) নতুন ফিচার লঞ্চ করেছে। Google I/O 2023 ইভেন্টে কর্তৃপক্ষ জানিয়েছিল যে তারা নতুন একটি ফিচার লঞ্চ করতে চলেছে যার নাম Help Me Write। এই ফিচারের সঙ্গে যুক্ত রয়েছে এআই (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গুগল তাদের এই নতুন এআই সম্পন্ন ফিচারের সাহায্যেই জিমেলে ইউজারদের লিখতে সাহায্য করবে। শুধু জিমেল নয়, গুগল ডকস- এ লেখার ক্ষেত্রেও ইউজারদের সাহায্য করবে এই Help Me Write টুল। প্রাথমিক ভাবে অবশ্য আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে Google Workspace Labs প্রোগ্রামে এনরোল থাকা ইউজারদের ক্ষেত্রেই এই ফিচারের রোল আউট শুরু করা হবে। জানা গিয়েছে, গুগলের নতুন এআই সম্পন্ন ফিচার Help Me Write ইউজারদের ইমেল কম্পোজ করতে অর্থাৎ ইমেল লিখতে সাহায্য করবে। ড্রাফটের মতো করে ইমেল লেখা হবে। গুগলের সাপোর্ট পেজে এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। 


কীভাবে জিমেলে ব্যবহার করবেন Help Me Write ফিচার


ইউজাররা প্রথমে জিমেলের কম্পোজ বাটনে ট্যাপ করবেন। তারপর Help Me Write ফিচার সিলেক্ট করতে হবে বা বেছে নিতে হবে। এই অপশন থাকবে স্ক্রিনের নীচে ডানদিকের অংশে। আইওএস এবং অ্যান্ড্রয়েড- দুই ডিভাইসেই এই সুবিধা পাওয়া যাবে। A thank you letter for my job interview কিংবা A Job Application- এ জাতীয় prompt বেছে নেওয়ার সুবিধা থাকবে ইউজারদের কাছে। এরপর এআই- এর সাহায্যে গুগলের নয়া ফিচার ইউজারের জন্য একটি ড্রাফট ইমেল তৈরি করে দেবে যা পাঠানোর আগে এডিট করার সুযোগ থাকছে। 



এখানে Recreate বলেও একটি অপশন পাবেন ইউজাররা। এর সাহায্যে এআই-এর সাহায্যে লেখা ইমেলের ফিডব্যাক দিতে পারবেন তাঁরা। কিংবা ওই টেক্সটের একটি নতুন ভার্সান তৈরি করতে পারবেন। জানা গিয়েছে, গুগলের এআই সম্পন্ন ফিচার Help Me Write- এর সাহায্যে গুগল ডকসেও লেখার সুবিধা পাবেন ইউজাররা। তবে কবে থেকে গুগল ডকসে এই নতুন ফিচার যুক্ত হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। নতুন এই ফিচার সমস্ত ইউজারের জন্য চালু হলে যে অনেকটাই সুবিধা হবে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।