Gmail Account: প্রতিদিন আমাদের সকলের জিমেল (Gmail) অ্যাকাউন্টেই অসংখ্য ইমেল আসে। তার মধ্যে অনেক মেলই (Email) থাকে যেগুলি খুব একটা কাজের নয়। আমরা হয়তো নিয়মিত সেইসব অপ্রয়োজনীয় ইমেলগুলি ডিলিট (Email Delete) করতে ভুলে যাই। তার ফলে অনেকদিন ধরে এই জাতীয় ইমেল জমতে জমতে স্টোরেজ পূর্ণ হয়ে যায়। সম্প্রতি শোনা গিয়েছে, জিমেল ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার লঞ্চ করছে গুগল কর্তৃপক্ষ। এমনিতে একজন ইউজারকে গুগল অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি স্পেস দেয় সংস্থা। এর মধ্যে গুগল ফটো, ইমেল, গুগল ড্রাইভ ফাইল - এইসব রাখা সম্ভব। তার মধ্যে যদি অপ্রয়োজনীয় ইমেল জমতে থাকে তাহলে খুব দ্রুত স্পেস বা স্টোরেজ কমতে থাকবে। সেই কারণেই নিয়মিত ইমেল বক্সে গিয়ে অপ্রয়োজনীয় মেল ডিলিট করার কথা বলা হয়। শোনা যাচ্ছে, এবার থেকে ইউজারদের একসঙ্গে অনেক ইমেল ডিলিটের সুযোগ দেবে গুগল। এক ক্লিকে সব ইমেল ডিলিটের অপশন এতদিন ছিল না। সেই ফিচারই এবার আসতে চলেছে। 


এতদিন যা ফিচার ছিল সেখানে যদি আপনি মার্কেটিং বা প্রোমোশনাল ইমেল ডিলিট করতে চান, তাহলে একসঙ্গে সব ডিলিট করা যাবে। একবারে একটি পেজের এই জাতীয় ইমেল ডিলিট করা সম্ভব। তাও আবার আলাদা করে প্রতিটি ইমেল সিলেক্ট করার পর। একটা পেজের কাজ শেষ হলে আবার পরবর্তী পেজ থেকে ইমেল ডিলিটের সুযোগ পান ইউজাররা। সেখানেও আবার আলাদা আলাদা করে প্রোমোশনাল কিংবা মার্কেটিংয়ের ইমেল সিলেক্ট করে তা ডিলিট করতে হবে। 


অনুমান করা হচ্ছে, গুগল এবার ইউজারদের নতুন সুবিধা দিতে চলেছে যার সাহায্যে একটি নির্দিষ্ট ক্যাটেগরিতে থাকা ইমেল একবারে ডিলিট করার সুযোগ পাবেন আপনি। এই নতুন ফিচারের সাহায্যে ইউজাররা যে শুধু ফ্রি-স্পেস তৈরি করতে পারবেন তা নয় বরং গুগল ইউজারদের একসঙ্গে অনেক ইমেল ডিলিট করার অনুমোদনও দেবে। অর্থাৎ ইমেলের মাস ডিলিটেশন হবে। এর ফলে একবার সবকিছুর জন্য জিমেল অ্যাকাউন্ট পরিষ্কার হয়ে যাবে।


এক ক্লিকে ডিলিট হবে সব ইমেল, কীভাবে (bulk deletion in Gmail) 



  • ওয়েব ব্রাউজারে জিমেল অ্যাকাউন্টে লগ-ইন করুন প্রথমে।

  • ইনবক্সের উপরের দিকে রিফ্রেশ বাটনের বাঁদিকে থাকা চেকবক্সে ক্লিক করতে হবে এবার। এর ফলে প্রথম পেজে থাকা সমস্ত ইমেল সিলেক্ট হয়ে যাবে।

  • নীল রঙে লেখা থাকবে Select all X conversations in Primary, এখানে ক্লিক করতে হবে। এর ফলে আপনার মেলবক্সের প্রথম পেজে থাকা সমস্ত ইমেল সিলেক্ট হয়ে যাবে, সেগুলো পড়া না হলেও। 

  • এবার শেষ পর্যায়ে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। এটা দেখতে অনেকটা ট্র্যাশ ক্যানের মতো। এর ফলে সমস্ত সিলেক্টেড ইমেল ডিলিট হয়ে যাবে। 

  • জিমেলের ইনবক্স ছাড়াও এই নিয়মগুলি আপনি কাজে লাগাতে পারেন প্রোমোশন এবং সোশ্যাল ক্যাটেগরির ক্ষেত্রেও। এই সমস্ত ক্যাটেগরিতে থাকা ইমেল ডিলিট হয়ে স্পেস ফ্রি হবে অর্থাৎ জায়গা খালি হবে। 


আরও পড়ুন- আধারের পিভিসি কার্ড কি বেশি সুরক্ষিত! নাকি ভরসা করবেন ই-আধারে?