Google Pay New Feature: বাড়ছে UPI পেমেন্ট অ্যাপগুলির মধ্যে প্রতিযোগিতা। যার ফলস্বরূপ সময়ে সময়ে নিজেদের ফিচার বাড়াচ্ছে (UPI App)গুলি। সম্প্রতি গ্রাহকদের সুবিধার্থে অ্যাপে নতুন বৈশিষ্ট্য যোগ করেছে Google Pay। আনা হয়েছে কোম্পানির Split Expense ফিচার। নভেম্বরেই Google for India ইভেন্টের সময় Google Pay-তে এই
ফিচারের বিষয়ে জানিয়েছিল কোম্পানি।
Google Pay New Feature: কী আছে নতুন ?
Google Split Expense ফিচারে একজন গ্রাহক তার বন্ধুদের মধ্যে টাকার পরিমাণ ভাগ করতে পারবেন। ধরুন আপনি আপনার বন্ধুদের সঙ্গে খাবার খেয়েছেন। রেস্তোরাঁয় এর পুরো বিল দিয়েছেন আপনি। এবার আপনাকে বন্ধুদের থেকে এই টাকা ফেরত নিতে হবে। নতুন এই নতুন ফিচারের মাধ্যমে মোট টাকার অনুরোধ সমান অংশে বন্ধুদের কাছে পাঠাতে পারবেন আপনি। একসঙ্গে এই অনুরোধ সব বন্ধুদের কাছে যাবে। এর মাধ্যমে আপনি দেখতে পারবেন, কে টাকা দিয়েছে-কে দেয়নি। Google Split Expense ফিচারে যা ট্র্যাক করা যাবে।
Google Split Expense: কীভাবে ব্যবহার করবেন ?
আপনি যদি Google Pay-র নতুন ফিচার ব্যবহার করতে চান, তাহলে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। একবার দেখে নিলে সহজেই এই কাজটি করতে পারবেন আপনি।
১ প্রথমে আপনার ফোনে Google Pay অ্যাপ খুলুন।
২ এখন আপনাকে New Payment Option এ ক্লিক করতে হবে।
৩ এবার আপনি একটি নতুন পেজ পাবেন। এখানে আপনাকে সার্চ বারে গিয়ে New Group নির্বাচন করতে হবে।
৪ এখন এই গ্রুপে সেই ব্যক্তিদের যোগ করুন যাদের মধ্যে বিলটি পাঠাতে চান।গ্রুপ তৈরি হলে আপনি Split an Expense বোতামটি দেখতে পাবেন। আপনাকে এটিতে ক্লিক করতে হবে।
৫ এরপরে আপনাকে মোট পরিমাণ লিখতে হবে।
৬ এই পদক্ষেপের পরই Google স্বয়ংক্রিয়ভাবে আপনার বন্ধুদের মধ্যে সমানভাবে টাকার পরিমাণ ভাগ করে অনুরোধ পাঠাবে।