UPSC Combined Defence Exam: কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, কীভাবে করবেন আবেদন ?

UPSC আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতা থাকতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখতে হবে। 

Continues below advertisement

Union Public Service Commission (UPSC): ২০২২ সালের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এর মধ্যে SSC Women (Non-Technical)পদেও নিয়োগ হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই পদের জন্য অনলাইনে UPSC-র অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।  

Continues below advertisement

COMBINED DEFENCE SERVICES EXAMINATION (I), 2022 [INCLUDING SSC WOMEN 
(NON-TECHNICAL) COURSE]No. of vacancies – 341 Nos

UPSC Combined Defence Exam: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বিজ্ঞপ্তিতে দেওয়া শারীরিক যোগ্যতা থাকতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখতে হবে। 

UPSC Combined Defence Exam: কীভাবে হবে প্রার্থী বাছাই ?
দেশের বিভিন্ন স্থানে এই Combined Defence Services Examination (I), 2022 SSC Women (Non-Technical) Course ]-এর পরীক্ষা নেওয়া হবে। এর সেন্টার ও পরীক্ষার সময় সম্পর্কে official website of Union Public Service Commission (UPSC) — https://upsc.gov.in-এ জানিয়ে দেওয়া হবে।  

Union Public Service Commission (UPSC): কীভাবে আবেদন করবেন ?
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের Union Public Service Commission (UPSC)-র অফিশিয়াল ওয়েবসাইটে আগামী ১১ জানুয়ারির মধ্যে যোগ্যতার প্রামাণ্য নথি-সহ আবেদন করতে হবে।
Official website of Union Public Service Commission (UPSC) — https://upsc.gov.in 

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola