Google's New AI App: গুগল (Google) কর্তৃপক্ষ একটি নতুন পার্সোনালাইজড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক নোট টেকিং অ্যাপ (AI Note Taking App) প্রকাশ্যে এনেছে। এই অ্যাপের নাম NotebookLM। গুগল আইও ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল চলতি বছর মে মাসে। সেখানেই এই অ্যাপের কথা প্রথম ঘোষণা করা হয়। Project Tailwind- এর আওতায় এই অ্যাপের কথা প্রকাশ করা হয়েছিল। আপাতত গুগল ল্যাবে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে NotebookLM। নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার আপাতত কেবলমাত্র গুগল ডকুমেন্টের ক্ষেত্রে উপলব্ধ রয়েছে। তবে সার্চ ইঞ্জিন জায়ান্ট জানিয়েছে নতুন ফরম্যাটেও এই এআই ফিচার যুক্ত করা হবে। এর পাশাপাশি জানা গিয়েছে, NotebookLM শুধুমাত্র আমেরিকার ইউজারদের ক্ষেত্রে উপলব্ধ হচ্ছে। সেক্ষেত্রেও আবার গুগল ল্যাবের ওয়েটিং লিস্টে সাইন-আপ করার পরেই পাওয়া যাবে পরিষেবা।
কেন ডিজাইন করা হয়েছে NotebookLM
এই নতুন নোট অ্যাপ লঞ্চ করার আগে একটি ব্লগ পোস্টে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, NotebookLM একটি এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট। বর্তমানে উপলব্ধ বিভিন্ন কনটেন্টে যেসমস্ত ল্যাঙ্গুয়েজ মডেল যুক্ত রয়েছে তা দ্রুত এবং সহজে বোঝার জন্যই ডিজাইন করা হয়েছে এই নোট টেকিং অ্যাপ। ইউজার যে সোর্স বেছে নেবেন সেখানে যুক্ত ল্যাঙ্গুয়েজ মডেল বিশ্লেষণ করে সহজে তার ব্যাখ্যা দেওয়া, তথ্যের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া, জটিল আলোচনা সাবলীল ও সহজ করে বোঝানো, নতুন সংযোগ খুঁজে বের করাই কাজ হবে এই NotebookLM নোট টেকিং অ্যাপের, যাকে একটি ভার্চুয়াল রিসার্চ অ্যাসিসট্যান্ট হিসেবে ভাবতে বলছে গুগল।
অন্যান্য এআই অ্যাপের থেকে কেন আলাদা NotebookLM
গুগলের লক্ষ্য হল NotebookLM অ্যাপের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের সবচেয়ে বড় সমস্যার সমাধান করা বা অন্তত কমানো। কী এই সমস্যা? ChatGPT এবং Bard- এইসব এআই সিস্টেমে অনেকসময়েই একটি large language model (LLM) ভুল তথ্যকে সঠিক উত্তর হিসেবে প্রকাশ করে। এই সমস্যা NotebookLM- এর সাহায্যে দূর করা বা কমানোই হল গুগলের লক্ষ্য। জানা গিয়েছে, গুগল একটি প্রক্রিয়া বা পদ্ধতি ব্যবহার করে যার নাম সোর্স গ্রাউন্ডিং। গুগলের দাবি, এই প্রক্রিয়ায় একটি পার্সোনালাইজড এআই তৈরি হয় যা ইউজারের কাছে এমন তথ্যই পেশ করে যা ওই ইউজারের জন্য উপযুক্ত। সোর্স গ্রাউন্ডিং পদ্ধতিতে ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে ইউজারের নোট বিশ্লেষণ করা সম্ভব এবং উত্তরের জন্য সোর্সও বলা যায়। তবে চোখ বন্ধ করে কোনও কিছুতেই ভরসা করতে বারণ করেছে গুগল সংস্থা। ইউজারদের এআই প্রাপ্ত উত্তর এবং অরিজিনাল সোর্স ম্যাটেরিয়াল খতিয়ে দেখার আর্জি জানিয়েছে তারা।
কী কী কাজ করবে এআই সাপোর্টেড নোট টেকিং অ্যাপ NotebookLM
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, NotebookLM মূলত তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম। এই তালিকায় কী কী রয়েছে দেখে নেওয়া যাক।
- জেনারেট সামারি- NotebookLM অ্যাপে গুগল ডক যুক্ত হওয়ার পর ইউজাররা কি টপিক এবং প্রশ্নের ভিত্তিতে একটি সারাংশ পেতে সক্ষম হবে।
- সোর্স ম্যাটেরিয়ালের ভিত্তিতে প্রশ্ন করা- NotebookLM অ্যাপে যে ডকুমেন্ট আপলোড করা হবে তার ভিত্তিতে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন ইউজাররা।
- নতুন চিন্তাভাবনার উদ্ভাবন- NotebookLM অ্যাপে যেসমস্ত ডকুমেন্ট আপলোড করা হবে তার ভিত্তিতে নতুন চিন্তাভাবনার উদ্ভাবন করার চেষ্টা করবে এই অ্যাপ।